ভুল সাইটম্যাপ সাবমিট করছেন নাতো? ওয়ার্ডপ্রেস ইউজাররা অবশ্যই পড়বেন

TechtunesBd

ই পোস্ট এ আমি আলোচনা করছি সাইটম্যাপ Submission এর সময় আমদের করা একটি কমন ভুল নিয়ে, Rank Math ও Yoast ইউজাররা অবশ্যই পড়বেন।

যদি আপনি একজন ব্লগার বা এসইও এক্সপার্ট হন, এক্সএমএল সাইটম্যাপ (XML sitmap) এর সম্পর্কে ধারনা আছে।

হয়ত, সাইট সাবমিট করেছেন, বা করতে পারেন। এই পোস্ট এ আমি আলোচনা করছি সাইটম্যাপ Submission এর সময় আমদের করা একটি কমন ভুল নিয়ে, Rank Math ও Yoast ইউজাররা অবশ্যই পড়বেন


Sitemap Submit করার সময় ওয়ার্ডপ্রেস ইউজারদের করা একটি মারাত্মক ভুল।

ওয়ার্ডপ্রেস সাইটম্যাপ তৈরির সময়, এসইও প্লাগিন যেমন- Yoast SEO , Rankmath ব্যবহার করে ৯০% বাংলাদেশী।

এসব টুলস থেকে সাইটম্যাপ তৈরি করলে সেটা একটি নেস্টেড xml sitemap জেনারাট করে।

যেমনঃ আপনার সাইটের সাইটম্যাপ এর URL হবে – yoursite.com/sitemap_index.xml



যার ভিতরে আরও একাধিক সাইটম্যাপ থাকে। যেমন-

  • post-sitemap.xml
  • page-sitemap.xml

এ ছাড়াও –

  • category-sitemap.xml
  • tag-sitemap.xml
  • author-sitemap.xml

আর আমারা যখন ওয়েব মাস্টার টুলসে ( গুগল সার্চ কনসোল ও বিং ওয়েব মাস্টার টুলস) সাইট ম্যাপ সাবমিট করার সময়,Nested  sitemap_index.xmlসাবমিট করি।


যেটা কিনা একটি মারাত্মক ভুল।

কারন, গুগল Nested XML sitemap সাপোর্ট করে না। সাম্প্রতিক জন মুলারকে(John Mueller, Webmaster Trends Analyst at Google) নেস্টেড সাইটম্যাপ নিয়ে প্রশ্ন করা হলে- উত্তরটি ছিল এমন।

If Google supports nested XML sitemap index files? John said on

Twitter

“no, it’s not supported — sorry.



তার মানে হলো, গুগল নেস্টড সাইটম্যাপ সাপোর্ট করে না। সুতারাং, sitemap_index.xml সাবমিট করা হলে সেটা গুগল সাপোর্ট করে না।

আপনি হয়তো ভাবছেন, কই আমিতো কোন ইরর পেলাম না, বা আমার সাইটের রাঙ্কে তো কোন প্রভাব পড়ে নাই।

ভাই লক্ষ করুন, সাইটম্যাপ সাবমিট না করলেও যে রাঙ্ক করবে না সেটা নয়। সাইটম্যাপ সাবমিট করার উদ্দেশ্য হল, যেন কোন সাইটকে গুগল যেন সঠিক ভাবে ক্রল করতে পারে।

আর এটা নতুন কিছুই না। গুগলের সাইটম্যাপ রিলেটেড গাইডে এটা নিয়ে আগেও বলা ছিল।

সে যাই হোক,


WordPress সাইটম্যাপ সাবমিটের জন্য সঠিক উপায়

এক্ষেত্রে ভাল হবে যদি আপনি yoursite.com/sitemap_index.xml এ বদলে, post-sitemap.xml, page-sitemap.xml … আলাদাভাবে সাবমিট করেন।

এটা সাবমিট করার জন্য বেস্ট প্র্যাকটিস। আর এটা ফলো করা উচিত।

সঠিক সাইট ম্যাপ সাবমিট করলে, Bot গুলি সঠিক ভাবে আপনার সাইট ক্রল করতে পারবে।

যেটা কিনা লংটার্ম এসইওর জন্য ভাল। দ্রুত Indexing ও renking এর জন্য এটি পদ্ধতি ফলো করুন।

আজ, এ প্রজন্ত, এসইও নিয়ে প্রশ্ন থাকলে আমাদের

ফেসবুক পেজ

এ জয়েন করতে পারেন। আর XML sitemap নিয়ে কোন প্রস্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।