বেসিক কম্পিউটার প্রশিক্ষণ [পর্ব-৪] : মাইক্রোসফট ওয়ার্ড (MS Word 2019)

TechtunesBd

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করা যায় সবাই ভালো আছেন।

ধারাবাহিকভাবে আমার  প্রতিটি নতুন টিউনের সাথে থাকবে ভিডিও টিউটোরিয়াল। ভিডিও দেখার পরে কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট করুন। বেসিক কম্পিউটার থেকে এডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে থাকবে আমার পর্ব। প্রতিটি পর্ব ভালোভাবে দেখুন, সিরিয়ালি দেখুন এবং আমার সাথে অনুশীলন করুন। আজকের এই পর্ব থাকবে বেসিক কম্পিউটার নিয়ে। এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল মেনু এর টূলস নিয়ে আলোচনা করা হবে।



ভিডিও টিউটোরিয়াল


তো চলুন শুরু করা যাক।

আজকের সম্পুর্ণ ভিডিও  থাকবে ফাইল মেন্যু নিয়ে আলোচনা। মাইক্রোসফট অফিসে ফাইল মেনুর গুরুত্ব খুব একটা কম না। ফাইল ইনফো, সেভ, সেভ এস, নিউ ডকুমেন্ট, ওপেন ডকুমেন্ট, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, ক্লজ, শেয়ার এবং সেটিংস সহ অনেক টূলস আছে এই ফাইল মেনুতে। এই মেনুতে থাকা টুলস এর ব্যবহার নিয়ে আলোচনা থাকবে আমার ভিডিও টিওটোরিয়াল এ।

এত টুলস এর ব্যবহার লিখে বোঝানো সম্ভব হয়না এবং লিখতে গেলে অনেক লিখতে হয়।

ভিডিও দেখুন, কোন সমস্যা মনে হলে টিউমেন্ট করুন  আর সেই সাথে নিয়মিত অনুশীলন করুন।

নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দেয়ার জন্য শেয়ার করুন।

তো আজ এই পর্যন্তই।

পরবর্তী পর্বে আবার দেখা হবে।

ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ।