বাংলাদেশের সেরা ওয়েবসাইট টেকটিউনসে আপনার লেখা প্রকাশ করুন

TechtunesBd

টেকটিউনস ওয়েবসাইট বাংলাদেশের মধ্যে এখন সেরা। কেন এবং কিভাবে সম্পুর্ন লেখাটি একবার পড়লেই বুঝতে পারবেন।

বিসমিল্লাহির রহমানির রাহিম।শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।কেমন আছেন সবাই?

বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়েছে।তার মধ্যে টেকটিউনস ওয়েবসাইটি অন্যতম একটি ওয়েবসাইট।কেন এবং কিভাবে?তাহলে চলুন দেখি কিভাবে এবং কেন টেকটিউনস ওয়েবসাইটি অন্যতম?


টেকটিউনস ওয়েবসাইটি মূলত কি?

টেকটিউনস ওয়েবসাইটি মূলত একটি টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইট বা ব্লগ।যেখানে বিভিন্ন মানুষ ও নতুন এবং দক্ষ

লেখকেরা টেকনোলজি বিষয়ে তাদের বিভিন্ন জ্ঞান শেয়ার করে।এর ফলে প্রতিদিন হাজার হাজার লোক টেকটিউনস এ প্রবেশ করে বিভিন্ন বিষয় শেখার জন্য।এটি একটি নন-প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট।এখানে আপনি টেকটিউনস ক্যাটাগরী সম্পকিত যে কোন ধরনের প্রশ্ন করে খুব সহজেই তার উত্তর পেতে পারেন এবং আপনিও উত্তর দিতে পারেন।


টেকটিউনস ওয়েবসাইটির মূল উদ্দেশ্য কি?

আমাদের বাংলাদেশের

Techtunes.com.bd


ওয়েবসাইটির মূল উদ্দেশ্যই হচ্ছে, যেখানে সবাই যে কোন বিষয়ের উপর তাদের  টিপস শেয়ার করতে পারবে ও যে কেউ কোন ব্যাপার নিয়ে জানতে ইচ্ছা করলে এখানে টেকটিউনস ডেস্কে প্রশ্ন করবে এবং যারা সেই প্রশ্নের উত্তর জানেন তারা সেটির উওর দেওয়ার চেষ্টা করবে।ঠিক এমন একটা প্লাটফর্ম  তৈরি করাই হচ্ছে Techtunes Team এর মূল উদ্দেশ্য।


টেকটিউনস এর সুযোগ-সুবিধাসমূহ গুলো কি?

👉এখানে নতুন এবং পুরাতন সকল ধরনের মানুষ তাদের লেখা শেয়ার করতে পাড়ে।

👉টেকনোলজির সকল ধরনের সঠিক গাইড লাইন পাবেন।

👉লেখক হিসেবে আপনার পরিচিতি লাভ করতে পারবেন।

👉আপনি এবং আপনার পরিবারের সদস্যদের জন্য একটা আলাদা সুনাম অর্জন করতে পারবেন।

👉 SEO এবং Freelancing শিক্ষতে পারবেন।

👉 বিভিন্ন ধরনের বিষয়ে লেখা লেখি করে মানুষদের উপকার করতে পারবেন।

👉 প্রতি সপ্তাহে (৪) চারটির বেশি পোস্ট শেয়ার করে কিছু  সম্মানী ভাতা পেতে পারেন।

👉প্রাতিষ্ঠানিক সম্মান বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

👉একটি ওয়েবসাইট তৈরি করে white head seo করে পেসিভ💰 ইনকাম করতে পারবেন।

👉ভবিষ্যৎতে অনলাইনে আপনার উজ্জ্বল ও দৃষ্টান্তমূলক ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

কিভাবে আপনি টেকটিউনস একটি একাউন্ট তৈরি করে আপনার লেখা প্রকাশ করবেন?


একাউন্ট তৈরি করার পদ্ধতি

প্রথমে আপনাকে তাদের ডেস্ক বোড এ যেতে হবে। তারপর Become a tuner বা create a account এ ক্লিক করতে হবে। এবার আপনার সামনে একটা রেজিষ্ট্রেশন ফরম আসবে সেই ফরমটি সঠিকভাবে পূরণ করে Complete এ ক্লিক করলেই আপনার একাউন্ট তৈরি হয়ে গেল। এখন আপনার জিমেইলে টেকটিউনস থেকে একটি Activation লিংক যাবে সেখানে ক্লিক করুন এবং আপনার একাউন্ট সক্ষম করুন।ক্লিক করার সাথে সাথেই Your account is now active দেখাবে। ব্যাস হয়ে গেল একাউন্ট তৈরি এখন লেখা প্রকাশ করুন।


লেখা প্রকাশ করার পদ্ধতি

লেখা প্রকাশ করার জন্য প্রথমেই আপনাকে একাউন্টে লগইন করে Account লিখা টিতে ক্লিক করতে হবে। তারপর (post submission) পোস্ট সাবমিশন এ ক্লিক করতে হবে।এবার টাইটেল বক্স এ যে বিষয় টি নিয়ে আপনি লিখতে চান সেই বিষয়টির উপাধি বা Tittle দিতে হবে। উদাহরণ স্বরুপ আপনি SEO বিষয় নিয়ে লিখতে চান তাহলে আপনার টাইটেল বক্স লিখতে হবে SEO শিখুন।এখন বিষয় টির বিস্তারিত বনণা দিন এবং একটি ছবি দিন।

তারপর Description বক্স এ SEO লিখুন এবং উপরের বক্স এ ১৫০×১৫০ লিখুন এটা ছবির দৈঘ্য ও পসত। এবার হালকা বনণা লিখে হবে বিষয়টির উপর তারপর সাবমিট করুন। সব ঠিক থাকলে ৫ মিনিটের মধ্যে আপনার লেখা তাদের ওয়েবসাইট এ প্রকাশ। কিন্তুু সাবধান ভুলেও কপি কনটেন্ট লেখা প্রকাশ করবেন না। H1,H2 আর ক্যাটাগরী ভুল হলেও তারা সঠিক করে দিবে।


টেকটিউনস এ ব্লগ বা লেখা পোস্ট করার নিয়মনীতি গুলো কি কি?

(১) অবশ্যই আপনার লেখাটি বাংলা ভাষায় এবং টেক রিলেটেড ও ইউনিক হতে হবে।

(২) আপনার পোস্টটি অবশ্যই সম্পূর্ণ হতে হবে।কোন ক্রমেই অর্ধেক পোস্ট দিয়ে বাকি অর্ধেক এর জন্য অন্য লিঙ্ক দেওয়া যাবে না।তবে সোর্স লিঙ্ক দেওয়া যেতে পারে।কিন্তুু কপি পেস্ট পোস্ট দেওয়া যাবে না।

(৩) মিথ্যা, ভুল, বানোয়াট,জুয়া,অশ্লীল ও

যৌন হয়রানি এবং অনৈতিক কোন পোস্ট দেওয়া যাবে না।

(৪) গুগল কপিরাইট আইন ভঙ্গ করে এমন ধরনের কোন লেখা বা পোস্ট দেওয়া যাবে না।

(৫) সামাজিক,ধর্মীয়,রাজনৈতিক,কোন জাতী গোষ্ঠীকে লক্ষ্য করে পোস্ট করা যাবে না।

(৬) আপনার লেখা বা আটিকেলটি অবশ্যই অবশ্যই ৫০০ শব্দের মধ্যে হতে হবে।


টেকটিউনস এ কমেন্ট করার নিয়ম গুলো হলো

(১)কোন ধরনের অশ্লীল কমেন্ট এবং কাউকে উদ্দেশ্য করে অপমানসুচক কমেন্ট করা যাবে না।

(২)অযথা কমেন্ট করে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।

(৩)কমেন্ট করার সময় প্রচারণার উদ্দেশ্যে কোন ধরনের স্পাম লিঙ্ক শেয়ার করা যাবে না।


কেন আপনি টেকটিউনস এ একটি একাউন্ট তৈরি করে আপনার লেখা পোস্ট করবেন?

এই প্লাটফর্মে বিগিনার এবং দক্ষ লেখক গণেরা তাদের লেখা শেয়ার করতে পারবেন। টেকটিউনস ওয়েবসাইট থেকে যে কেউ টেকনোলজি বিষয়ের যে কোন সমস্যার সমাধান পেতে পারেন।তাছাড়াও এই প্লাটফর্মটি আপনার সুনাম অর্জন এবং লেখা লেখির বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।তাই যারা নতুন এখানে একটা একাউন্ট তৈরি করে লেখা শুরু করুন।

পরিশেষে বলতে পাড়ি আপনি আপনার প্রতিভাকে কাজে লাগান এবং অনলাইন ও অফলাইনে আপনার ভবিষ্যৎ গড়ুন।আল্লাহ হাফেজ আল্লাহ পাক সবারই মঙ্গল করুক।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।