সিলেটভিউ ডেস্ক :: জীবন্ত কই মাছ ধরতে গিয়ে গলায় আটকে মৃত্যু হয়েছে এক যুবকের (৩০)। ভারতের উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হরিকাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃতের স্বজন এবং পুলিশের বরাতে বলা হয়েছে, হাসনাবাদের হরিকাটি গ্রামে বাড়ি গফফার গাজির। তার পেশা মাছ ধরে বিক্রি করা। প্রতিদিনের মত মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলেও স্থানীয় একটি খালে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। বিকেলে একটি কই মাছ ধরতে গিয়েই বিপত্তি ঘটে। গফফার মাছটি ধরে মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে চেপে ধরেন। তারপর আরও একটি কই মাছ ধরার উদ্দেশ্যে জলে ডুব দেন। ওই সময়ই দাঁত দিয়ে চেপে ধরে রাখা কই মাছটি ছটফট করতে করতে মুখের ভিতরে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়।
পরে সে অসুস্থ হয়ে পড়লে, স্থানীয়রা তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র: জি নিউজ
সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-৩