চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ মিয়া গুরুতর আহত হন। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জিসান আহমেদ সিদ্দিকী নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে হাজীগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছিন আরাফাত অনিক, আবদুল হান্নানসহ কয়েকজনের নেতৃত্বে মিছিলটি মধ্যবাজারে আসলে পুলিশ তাদের বাধা দেয়। তারই জের ধরে পুলিশের এসআই ইউনুসের ওপর হামলা চালায় মিছিলে অংশগ্রহণকারী ছাত্রদল নেতাকর্মীরা।
খবর পেয়ে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ মিয়াসহ দুইজন গুরুতর আহত হয়।
পরে ঘটনাস্থল পরিদর্শনে এসে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হাজীগঞ্জ সার্কেল) স্নিগ্ধা সরকার সাংবাদিকদের বলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিসান আহমেদ সিদ্দিকী নামে এক হামলাকারীকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নজরুল ইসলাম আতিক/এআরএ/জিকেএস