গ্রামীণফোনে ১ জিবি মাত্র ৪৬ টাকায় অফারটি লুফে নিন।

TechtunesBd

সবার উদ্দেশ্য আমি আজকে গ্রামীণফোন এর ১ জিবি মাত্র ৪৬ অফার টি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আমরা জানি মোবাইল কোম্পনীগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকে, তারই ধারাবাহীকতায় গ্রামিন ফোন দিচ্ছে, ১ জিবি ৪৬ টাকা, তিন দিন মেয়াদ। অফার টি আক্টিভেট করতে আপনার মোবাইল অফশনে দিয়ে টাইপ করুন *121*3399# (অ্যাক্টিভেশন কোড) ।

আপনি চাইলে পছন্দ না হলে অফার টি বাতিল ও করতে পারবেন এইজন্য ডায়াল করতে হবে, *121*3041# এবং  পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত ক্যাম্পেইনটি চলতে থাকবে ।

এই অফারটি চলাকালিন সময় আপনি যদি একই ক্যাম্পেইনের অফার (৩ দিন মেয়াদে ৪৬ টাকায় ১ GB ইন্টারনেট) পুনরায় ক্রয় করতে চান, তাহলে  আপনার আগের অব্যবহৃত ইন্টারনেট নতুন অফার অ্যামাউন্টের সাথে যোগ হয়ে যাবে। তবে এই অফার Skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয় ।

সুতরাং আপনার যদি প্রয়োজন হয় আপনি অফার টি নিতে পারেন এবং আপনার ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করতে পারেন *121*1*4# ।

আশা করি তথ্যটি আপনাদের উপকারে আসবে, সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ।