খুব সহজেই আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।

TechtunesBd

আসসালামুআলাইকুম।

আশাকরি আপনারা ভাল আছেন সবাই। প্রথমেই বলে রাখি। এটাই আমার প্রথম টিউন, আমি চেস্টা করেছি আপনাদের মাঝে ভাল করে বিষয়টি তুলে ধরার। যেহেতু আমি নতুন, সেহেতু আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন। এবং ভুল গুলো ধরিয়ে দেয়ার অনুরোধ করছি।


কিভাবে আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করবেন?

আজ আমি আপনাদের দেখাব আমরা কিভাবে, অতি সহযে আমাদের সবার অতি প্রিয় কম্পিউটারকে মাইক হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন শুরু করি।

এর জন্য প্রথমে আপনাকে Control Panel যেতে হবে।

সেখান থেকে Sound এর ভেতর পবেশ করুন। Sound থেকে Recording সিলেক্ট করুন। Recording থেকে Microphone

এবার Microphone ক্নিক করুন।তারপর

Listen এখানে Listen to this device টিক দিন। এবং OK করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার যদি আপনি আপনার Microphone কথা বলেন তাহলে আপনার Sound box এ শুনতে পাবেন। হয়ে গেল আপনার কোন ছোটখাট অনুস্ঠানের মাইক। এখন আপনি যদি পূর্বের অবস্তায় ফিরে যেতে চান, একই ভাবে Listen to this device টিক তুলে দিন।

নিচের স্ক্রিনশট দেখুন দেখলে পুরাপুরি বুঝতে পারবেন আশা করি।

একনজরে পুরো বিষয় দাড়াল।


Control Panel>Sound  Recording>Microphone>Listen to this device>Mark>OK

আর বন্ধ করতে চাইলে একই ভাবে শুধু মার্ক এর যায়গায় আনমার্ক করে দিতে হবে।


Control Panel>Sound  Recording>Microphone>Listen to this device>unmark>OK

এই বিষয় টি আপনি আপনর Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10 এ ব্যবহার করতে পারবেন।

আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ।