আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাক স্বাগতম। আমরা যখন আমাদের প্রফেশান হিসাবে ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্টকে নিতে চাই তখন সর্ব প্রথমে আমরা যে সমস্যার মুখোমুখি হয়ে থাকি তা হলো আমরা কোথা থেকে কাজ শিখবো। বর্তমানে আমাদের আশেপাশে এত বেশি পরিমানে ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে যে আমারা সঠিক ট্রেনিং সেন্টার খুজে নিতে কষ্ট হয় এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা ব্যার্থ হই। অনেক আশা নিয়ে আমরা শুরু করার পরে যখন আমরা আশা ভঙ্গের মুখোমুখি হই তখন আমরা চরম হতাশার সম্মুখিন হয়ে থাকি। অপর দিকে আমরা যখন কোনো বড় ভাই অথবা কোনো ভালো মানের ডিজাইনার বা ডেভলপারের কাছ থেকে কোনো রোডম্যাপ চেয়ে থাকি তখন অধিকাংশ ক্ষেত্রে যে নামটি চলে আসে তা হলো
w3school
। এখনেও আমরা আরেকটি সম্যার সম্মুখিন হয়ে থাকি আর তা হলো ইংরেজি নিয়ে। সেই লক্ষে আমি পুরো
w3school
এর সম্পূর্ণ বাংলা ভাষায় রুপান্তর এবং তার ব্যাবহারিক রুপ দানের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার প্রতিটি ক্লাস বেশি দীঘায়িত করবো না। সেই সাথে থাকছে কিছু হিডেন টিপস এন্ড ট্রিকস।
আজকের এই ক্লাসে আমি আলোচনা করেছি একবোরে ব্যাসিক সব বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আপনাকে আপনার কম্পিউটারে কোন কোন সফটওয়ার ইনস্টল করতে হবে, কোথায় সেগুলো আপনি পাবেন এবং একবোরে হাতে কলমে আমি তার ব্যাবহার দেখিয়েছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্স্যে জানাবেন।