এবার নিজের নাম্বার গোপন করে কল করুন, এসএমএস দিন একদম ফ্রি

TechtunesBd

হ্যালো বন্ধুরা! কেমন আছ সবাই? আশা করি ভালো আছ৷ আর টেকটিউনসের সাথে থাকলে ভালোতো থাকবেই৷

আচ্ছা কেমন হয় যদি তুমি তোমার বন্ধুকে US বা অন্য যে কোন দেশের নাম্বার থেকে ফোন করে চমকে দাও৷ আবার একদম ফ্রিতে!! এই তুমি স্বপ্ন দেখছোনাতো! না তুমি টেকটিউনসে আছ৷

হ্যাঁ এমনি একটি মজার ট্রিক শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে৷ প্রথমে কথা না বলে চুপচাপ ডাইনলোড করে ফেল app টি৷


Click here to download…

তারপর app টি install হয়েগেলে Open কর৷ এবং Sign Up তে Click করে তোমার নাম্বার দিয়ে উপরে ডানকোনায় Continue তে ক্লিক কর৷

তারা একটা বেরিফিকেশন কোড মেসেজ করে পাঠাবে কোডটা বসিয়ে Continue তে ক্লিক কর৷

ব্যাস তোমার কাজ শেষ সাথে সাথেই পেয়ে যাবে 10 Credits. আর দেরি না করে দুইটা ডিগবাজী দাও আর তোমার বন্ধুকে ফোন করে চমকে দাও৷

এই দাঁড়াও দাঁড়াও! আচ্ছা 10 Credits শেস হয়ে গেলে কি করবা!!

Don’t worry আমি বলে দিচ্ছি৷

ডানপাশে নিচে More এ ক্লিক কর

তারপর get free credits এ ক্লিক কর৷

Daily check in

i’m feeling lucky

এগুলাতে ক্লিক কর আর প্রতিদিন ফ্রি ফ্রি Credits জিতে নাও৷ এছাড়া ভিডিও দেখে, app ডাউনলোড করেও জিতে নিতে পার আরো বেশি বেশি Credits.

আজ এই পর্যন্তই বন্ধুরা৷ আবার দেখা হবে নতুন কোন ট্রিক নিয়ে৷