ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে চ্যাট গায়েব সুবিধা

TechtunesBd


ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে চ্যাট গায়েব সুবিধা

চ্যাট হিস্টোরি গায়েব করার নতুন সুবিধা দিচ্ছে ফেসবুক। মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে চালু হয়েছে এই ‘গায়েব’ সুবিধা।

আপনি চাইলে এখন আপনার চ্যাট ‘গায়েব’ করতে পারবেন। তখন চ্যাট সোয়াইপ করলে ভ্যানিশ মোডটি আলোচনা শেষ করা মাত্রই সেটি গায়েব করে দেবে। এছাড়া স্ন্যাপচ্যাটের মতো কেউ আপনার চ্যাটের স্ক্রিণশট নিলে সেটির নোটিফিকেশন দেখাবে।

মেসেঞ্জারের ‘সিক্রেট কনভারসেশন’ এ বর্তমানে একই ধরণের ফিচার রয়েছে, তবে এর জন্য কয়েকটি ধাপ ও টাইমার সেটিং করতে হয়। প্রতিটি চ্যাট আলাদাভাবে গায়েব করতে হয়।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্রথমবারের মতো এই সুবিধা পেতে যাচ্ছেন, তবে তাদেরকে নতুন মেসেঞ্জারভিত্তিক চ্যাট ফিচারটি চালু থাকতে হবে।

ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী সুবিধাটি পেয়েছেন। শিগগিরই কয়েকটি দেশে পুরোপুরি চালু হচ্ছে ফিচারটি। আর ইনস্টাগ্রামে ‘শিগগিরই’ চালু হবে বলে জানিয়েছে ফেসবুক।