YOUTUBE এ ১ হাজার SUBSCRIBE 4000/h ওয়াচ টাইম এক সপ্তাহে পাবেন যেভাবে প্রমাণিত

TechtunesBd

আমরা সবাই জানি Youtube থেকে ইনকাম করতে গেলে লাগে কিন্তু আমাদের পক্ষে অনেক সময় বা নতুন অবস্থায় এটা কঠিন মনে হয়ে থাকে

আমরা প্রায় সময়ই দেখি যে আমাদের চ্যানেলে ভালো মানের কন্টেন্ট থাকা সত্তেও আমাদের ভিউ বাড়ছে না। এক্ষেত্রে আমাদের করনীয় সম্পর্কে আজ জানবো।

কি-ওয়ার্ড গবেষনা করাঃ-

আমরা ভিউ বাড়ানোর কথা বলি আর র‍্যাঙ্ক করার কথা বলি যাই বলি না কেনো আপনি যেই পথেই যান না কেনো,এই গবেষনা না করলে আপনি এক পর্যায় না এক পর্যায়ে ব্যর্থ হবেনি।

Keyword Research করার জন্য https://adwords.google.com/KeywordPlanner আছে । তাছাড়া অনলাইনে বিভিন্ন পেইড টুলস ও পাওয়া যায় । মনে করেন, আমরা কাজ করবো “Top 3 android games ” এটা একটা ভিডিওর টাইটেল। তাহলে আমি KeywordPlanner এ গিয়ে android games কথাটা লিখলাম । তাহলে এর সমজাতিয় কি-ওয়ার্ড গুলো বেরিয়ে যাবে। সেখান থেকে আপনি যেটার সার্চ বেশি হয় সেই কি-ওয়ার্ডই নিবেন ১ টা ভিডিওর জন্য ২-৩ টা কি-ওয়ার্ড যথেষ্ট।

ট্যাগঃ-

ট্যাগ ৫-৭ টা দিবেন। ট্যাগ গুলো হবে আপনার বাছাই করা কিওয়ার্ড। কি বলেন একটা চুরি শিখাই ভাই আপনি করেন দায়ি আমি নয়। কিন্তু খুব ভালো কাজ দিবে।

প্রথমে http://betterwaytoweb.com/tag-generator-for-youtube/ এই লিঙ্কে যান। ট্যাবটি খোলাই থাকুক এইবার আপনার ভিডিওর মত অন্য কেউ ভিডিও অনেক আগেই বানাইছে বা তারটা খুবই পপুলার।তাহলে ভিডিও তে ক্লিক করুন। এইবার ব্রাউজারে এড্ড্রেস বারে থেকে ভিডিওর ইউআরএলটি কপি করুন। betterwaytoweb এ গিয়ে পেস্ট করুন।ব্যাস কাজ শেষ এখন তারা যে ট্যাগ ব্যবহার করেছে আপনি সেটা পেয়ে যাবেন আপনার ভিডিওতে ট্যাগ গুলো ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন যেগুলো ভিডিওর সাথে যায় সেই ট্যাগ গুলো ব্যবহার করবেন বাকি গুলা পরিহার করবেন ।

অ্যানোটেশানঃ-

আপনার ভিডিওতে অ্যানোটেশান যোগ করুন। ভিডিওর ৩০ সেকেন্ড পর একটা অ্যানোটেশান দিবেন তাহলে যদি তার ভালো না ও লাগে তাহলে আপনার অ্যানোটেশান দেওয়া ভিডিওতে চলে যাবে।ভিডিওর শেষে ইউজারকে আরো কয়েকটা অ্যানোটেশান ধরিয়ে দিন। তাহলে আপনার ভিডিও গুলোর ভিউ বাড়তে থাকবে।এটা অনেক ভালো কাজ করে আপনারা করে দেখতে পারেন।

ভিডিও শেয়ারিং :-

ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য ভিডিও শেয়ারি অনেক বড় ভুমিকা পালন করে। মনে করুন, একটি গ্রুপে মেম্বার সংখ্যা ১লক্ষ। এখন যদি গ্রুপে একটি ভিডিও শেয়ারকরা হয় তাহলে কমপক্ষে ১হাজার ভিউ আসবে এই গ্রুপ থেকে। আর ১হাজারমানুষে মাঝে ৫-৬জন এমনও হবে যাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবংতারাও এটি শেয়ার করবে। এভাবে দেখা যাবে কম করে হলেও ১-১.৫হাজার ভিউ বাড়বে।আর হ্যা অবশ্যই ভিডিও শেয়ার করার আগে ভাবতে হবে ভিডিওটি যেনো প্রাশঙ্গিক হয়।

সর্বশেষ আমাদের অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে চ্যানেলটির উপরে। তাহলেই মোটামুটি ভিডিও ভিউ বেড়ে যাবে।


আর সব থেকে বড় কথা চ্যানেল বড় করতে অনেক সময় আর শ্রম দিতে হয় ১-২ দিনে চ্যানেল বড় হয় না ।


আপনি  টাকার বিনিময়ে কিনতে চান। আমরা জানিই না কিভাবে কিনবেন এবং কোথা থেকে কিনবেন বা কোথা থেকে কিনতে হয় ।যদি আপনি টাকার বিনিময়ে কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন+8801728856067 whats app /imo

skype       zahangir.alam506

আমরা অনেক জাইগাই এমন সার্চ দিয়ে থাকি

how to get 4000 watch hours on youtube free
how to get 4000 watch hours on youtube free
How To Get 4000 Hours of Watch Time on YouTube in 2019
How To Buy 4000 Hours of Watch Time on YouTube in 2019
How To Get 4000 Hours of Watch Time on YouTube in 2020
How To Get free 4000 Hours of Watch Time on YouTube in 2019

Youtube e

SEO Bangla Tutorial   সম্পুর্ন ভিডিও এখানে পাবেন