VLC একটি ওপেন সোর্স সফ্টওয়্যার মিডিয়া প্লেয়ার। সবাই ভিডিওর জন্য VLC ব্যবহার করি কিন্তু আমাদের মধ্যে কয়েকজন জানি যে আমরা
VLC Player
এর মাধ্যমে ফ্রি
Online TV
চ্যানেলগুলি দেখতে পারবো।
VLC Streaming Overview
চলুন দেখি কিভাবে আপনি খুব সহজেই
VLC Player
এর মাধ্যমে অনলাইন টিভি চ্যানেলগুলিকে স্ট্রিম করতে পারবেন। কম্পিউটারে
VLC Player
ইন্সটল করা না থাকলে ইন্সটল করে নিতে হবে।
ইন্সটল করা হয়ে গেলে নিচের স্টেপ গুলো ফলো করে খুব সহজে আপনি আপনার VLC Player দিয়ে অনলাইন টিভি দেখতে পারবেন। এটি খুব স্লো নেটেও ভাল বাফার করে। চলুন দেখে নিই কিভাবে সেটিং সেট করবেন।
Watch Free Online TV Channels In VLC Player – Guide
Step#1
প্রথমে
VLC Player
ওপেন করুন।
Step#2
মেনু বার থেকে ‘MEDIA’ এ যান এবং ‘STREAM’ সিলেক্ট করুন।
Step#3
এবার ‘NETWORK’ ট্যাবে যান। URL বক্সে আপনার পছন্দের টিভি চ্যানেলের লিংক দিন।
যেমন: rtsp://217.146.95.166:554/playlist/ch12zqcif.3gp
এবার ডানপাশের ড্রপডাউন থেকে PLAY বাটন সিলেক্ট করুন।
এই কয়েকটা স্টেপ ফলো করে
VLC PLAYER
এর মাধ্যমে আপনি খুব সহজে যেকোনো দেশের টিভি চ্যানেল দেখতে পাবেন। অনলাইন টিভি চ্যানেলের লিংক Google এ সার্চ করলে অনায়াসে পেয়ে জাবেন।