আমাদের দেশে অনেক মোবাইল ব্রান্ড মতো টেকনো ফোন একটি মোবাইল ব্যান্ড।
টেকনো ফোন বাজারে যখন আসে তখন তাদের ফোন এতো কেও কিনতো না কিন্তু তারা এখন বাজারে কম প্রাইজের মধ্যে ভালো ফোন লঞ্চ করছে।
টেকনো বাজারে কিছুদিন আগে কম প্রাইজে পাঞ্চ হোল ডিসপ্লে এনেছে যা বাজারে ভালো বিক্রি হয়েছে।
মোবাইল কোম্পানি মধ্যে টেকনো এখন বাজারে ক্রেতা জন্য কম দামে ভালো ফিচার ফোন লঞ্চ করছে এতে ব্যবহারকারী তারা কম প্রাইজে ভালো ফোন পাচ্ছে।
বতমান টেকনো ফোনগুলো বাজারে নতুন ডিজাইন ও ফিচার নিয়ে ফোন লঞ্চ করছে যাতে ডিজাইনের সাথে ভালো ফিচার তারা দিচ্ছে।
প্রতিবার মতো এবার টেকনো ভালো বিশাল ব্যাটারি ফোন বাজারে লঞ্চ করলো ‘টেকনো প্রোউবার ৪ ‘।
Tecno Pouvoir 4 তারা কোয়াট ক্যামেরা ও ৬০০০ আম্পিয়ার ব্যাটারি নিয়ে ফোন নতুন বাজারে লঞ্চ করেছে।
Tecno Pouvoir 4 স্পেসিফিকেশনঃ
অপারেটিং সিস্টেমঃ
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে দিয়েছে Android 10 – HiOS 6.1 যা পরবতীতে আপডেট করা যাবে।
ডিসপ্লেঃ
টেকনো এই ফোনে বড় ডিসপ্লে দিয়েছে যারা সাইজ ৭ ইঞ্চি (৭২০x১৬৪০) আইপিএস ডিসপ্লে।সামনে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নচ টাচ ডিসপ্লে।
প্রসেসরঃ
এই ফোনে প্রসেসর হিসাবে দিয়েছে অক্টা-কোর ২.০০ গিগাহার্জ মিডিয়াটেক এমটি ৬৭৬১ এবং সিপিউ হিসাবে (4×2.0 GHz Cortex-A53) ব্যবহার করা হয়েছে।
ক্যামেরাঃ
টেকনো এই ফোনে পিছনে দিকে ৪টি ক্যামেরা ব্যবহার করেছে ১৩(real camara)+১৩(wide camara)+২(macro)+২(depth)মেগাপিক্সেল এবং সামনে নচ টাচস্ক্রীনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে।সমনে ক্যামেরা ডুয়েল ফ্লাস রয়েছে।
ব্যাটারিঃ
ফোনে বিশাল ৬০০০ আম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা হেব্বি ব্যবহার করলে ১ দিন চলে যাবে নরমাল ব্যবহার করলে ২-৩ চলে যাবে।
ফোনের সাথে পাবেন ১০ ওয়াট চাজার যা দিয়ে ফোন টি চাজ হতে ৩ ঘন্টা মতো লাগবে।
অন্যান্যঃ
ফোনে নেটওয়ার্ক হিসাবে থাকছে ২জি/৩জি ও ৪জি ফোনে দ্রুত ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে যা এই প্রাইজে ভালো ফাস্ট ছিল।
ফোনে স্টোরেজ হিসাবে ৩২ জিবি পাওয়া যাবে যা ১২৮ জিবি পযন্ত বাড়ানো যাবে।
দাম ও কালারঃ
ফোন বাজারে দুটি কালার পাওয়া যাবে নীল ও সুবজ
Tecno Pouvoir 4 price in BD
- ৩জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ফোন দাম ১১৯০০ টাকা
শেষ কথাঃ
এই ফোনটি টেকনো ভালো ফিচার দিয়েছে আপনি এই প্রাইজে বিশাল ব্যাটারি ও বড় ডিসপ্লে ফোন যদি নিতে চান তাহলে আপনি টেকনো এই ফোনটি নিতে পারেন।
যারা বড় ডিসপ্লে ও বিশাল ব্যাটারি ফোন খুজছেন তারা টেকনো এই ফোনটি কিনতে পারেন
প্রথম প্রকাশিতঃ
প্রযুক্তি৭১