SQL Bangla Tutorial [এসকিউয়েল বাংলা টিউটরিয়াল] পর্ব-০৩ : ডাটাবেজ তৈরি করার পদ্ধতি:

TechtunesBd



এসকিউয়েল কমান্ড দ্বারা একটি ডাটাবেজ তৈরি করার জন্য আমরা XAMPP Server স্টার্ট থাকা অবস্থায় ব্রাউজারের এ্যাড্রেস বারে localhost/phpmyadmin লেখে Enter বাটন ক্লিক করার পর SQL বাটনে ক্লিক করে নিম্নবর্ণিত SQL কমেন্ড লেখতে হবে।

CREATE DATABASE database_name;

যে নামে ডাটাবেজ তৈরি করতে চাই database_name এর স্থলে সে নাম লেখতে হবে। যেমন: ecommerce নামে ডাটাবেজ তৈরি করতে নিম্নোক্ত কোড লেখতে হবে।

CREATE DATABASE ecommerce;

অতপর Go বাটনে ক্লিক করলে অথবা কিবোর্ডের Ctrl+Enter বাটন প্রেস করলে একটি ডাটাবেজ তৈরি হবে এবং phpMyAdmin ইউন্ডো এর বাম দিকে ডাটাবেজ লিস্টে কাক্ষিত ডাটাবেজটি দেখা যাবে।

ডাটাবেজ প্রদর্শন করা:

একটি সার্ভারের সকল ডাটাবেজ দেখার জন্য নিম্নবর্ণিত এসকিউয়েল স্টেটম্যান্টটি লেখতে হবে।

SHOW DATABASES;

ডাটাবেজ ব্যবহার করা:

একটি সার্ভারের অনেক ডাটাবেজের মধ্য হতে একটি ডাটাবেজ ব্যবহার করতে বা একটি ডাটাবেজে কাজ করতে নিম্নবর্ণিত এসকিউয়েল স্টেটম্যান্টটি লেখতে হবে।

USE database_name;

আমরা যে নামে ডাটাবেজটি ব্যবহার করতে চাই database_name এর স্থলে সে নাম লেখতে হবে।যেমন: ecommerce নামে ডাটাবেজ ব্যবহার করতে নিম্নোক্ত এসকিউএল স্টেটম্যান্ট লেখতে হবে।

USE ecommerce;

ডাটাবেজ মুছে ফেলা :

একটি সার্ভারের অনেক ডাটাবেজের মধ্য হতে একটি ডাটাবেজ মুছে ফেলতে নিম্নবর্ণিত এসকিউয়েল স্টেটম্যান্টটি লেখতে হবে।

DROP DATABASE database_name;

আমরা যে নামের ডাটাবেজটি মুছতে চাই database_name এর স্থলে সে নাম লেখতে হবে।যেমন: ecommerce নামে ডাটাবেজ মুছতে নিম্নোক্ত এসকিউএল স্টেটম্যান্ট লেখতে হবে।

DROP DATABASE ecommerce;


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *