PUBG Mobile Bangla Pro Tips: এবার থেকে সব ম্যাচ হবে চিকেন ডিনার।।

TechtunesBd

এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় অনলাইন গেম হলো পাবজি মোবাইল।সারা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ প্রত্যহ এই শুটিং গেমটি খেলে।পাবজি গেমটি PlayerUnknown’s Battlegrounds হওয়ায় কারণে কারোর পক্ষে জানা সম্ভব নয় কে কখন কোথা থেকে আপনাকে আক্রমণ করবে।আর এই কারণেই হয়তো খেলাটি এতো জনপ্রিয়তা পেয়েছে।অন্য শুটিং গেমের মতো এই খেলাতেও কাউকে মারার থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে বাঁচিয়ে রাখা।যদি আপনি খেলার শেষ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তবে আপনাকে ট্রফি হিসাবে ‘চিকেন ডিনার’ দেওয়া হয়।


৫ টি পাবজি গেম টিপস :


ভাল কনফিগারেশনের ফোন ব্যাবহার :

আমরা জানি PUBG হলো একটি মোবাইল ভিত্তিক খেলা।তাই এই গেমটি খেলার জন্য আপনাকে একটি ভালো কনফিগারেশনের স্মার্টফোন ব্যবহার করতে হবে।আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তবে অন্তত পক্ষে আপনার ফোনে ৪/৬ জিবি র‌্যাম থাকা দরকার।আবার আইফোন ব্যবহারকারী হলে iPhone 7 Plus এর পরবর্তী মডেলগুলো এই গেম খেলার জন্য ভালো হবে।

যদি ২ জিবি র‍্যামের কোন ডিভাইসে আপনি খেলতে যান তাহলে অনেক ল্যাগ করবে এবং ফ্রেমড্রপ করবে যার জন্য খেলতে অনেক অসুবিধা হবে, তাই সবসময় খেলার জন্য বেশ ভাল মানের ফোনে আপনি খেলবেন তাহলে অনেক স্মুথলি খেলতে পারবেন এবং খেলেও শান্তি পাবেন।।


ভাল মানের হেডফোন ব্যাবহার :

এইটা খুবি তুচ্ছ একটা টপিক অনেকের কাছেই মনে হইতে পারে কিন্তু এইটা কতটা ইম্পরট্যান্ট তা একটা প্র প্লেয়ারই বলতে পারবে, একটা ভাল হেডফোন ভাল গেমপ্লে করতে অনেক বেশি সাহায্য করে, যদি জিজ্ঞেস করেন কিভাবে? তাহলে বলব যে ধরেন আপনি একটা ৬০ টারার হেডফোন ব্যাবহার করছেন, তাহলে দেখবেন যে এনিমি এর ফুটস্টেপ আপনি ক্লিয়ারলি শুনতে পারবেন না, লেফট কি বা রাইট সাইড থেকে এনিমি আসতেছে আপনি বুঝতে পারবেন না, ফায়ার সাউন্ড এক দিক থেকে হচ্ছে আপনাকে শুনাবে অন্য দিকে, এমন অনেক অনেক সমস্য হয় কম দামি হেডফোন গুলাতে, তাই আমি বলব মিনিমাম একটা বেস্ট কোয়ালিটির হেডফোন ব্যাবহার করতে, এতে আপনি অনেক সুবিধা পাবেন,

যেমন এনিমির ফুটস্টেপ ক্লিয়ারলি শুনতে পারবেন, লেফট রাইট সাউন্ড সহজেই বুঝতে পারবেন, কত দূর থেকে শুট হচ্ছে খুব ভালভাবে বুঝতে পারবেন, তাই মুটামুটি ৪০০ টাকার মধ্যে একটা ভাল মানের হেডফোন কিনে নিবেন, যদি না জানেন এই বাজেটের সেরা হেডফোন কোনটা তাহলে আমি অনেক নাম বলতে পারবো কিন্তু আপনি যেইটা কিনতে পারেন সেইটা হচ্ছে UiiSii Dm 12 এইটা অনেক চমৎকার একটা হেডফোন, আমি নিজেই ব্যাবহার করছি গত এক মাস যাবত।।


কভার এবং পিক এন্ড ফায়ার :

এইটা পাব্জি খেলার একটা ব্যাসিক নিয়ম, কিন্তু সবচেয়ে ইম্পরট্যান্ট জিনিস, আপনি কোন ফাইট নিতে গেলে আগে নিজেকে সেইফ কোন কভার নিয়ে নিবেন, হতে পারে কোন বিল্ডিং, হতে পারে কোন গাছ, হতে পারে কোন পাথর, সেগুলার পিছনে নিজেকে লুকিয়ে নিবেন, তারপর পিক করে করে এনিমিকে ফায়ার করবেন, যদি না জানেন কিভাবে পিক করে ফায়ার করতে হয় তাহলে পাব্জি এর সেটিংসে গিয়ে Pick and fire অপশনটা এনাবল করে নিন, তারপর দেখুন গেমপ্লের সময় দুইটা নতুন বাটন যোগ হইছে সেই বাটন দুইটা দিয়ে লেইফট সাইড পিক কিংবা রাইট সাইডে পিক করে ফায়ার করবেন, এবং ফায়ার করার পর আবার নিজেকে কভারে নিয়ে নেবেন।।



৩ ফিঙ্গারস ক্লো, ৪ ফিঙ্গারস ক্লোঃ

এইটা বুঝানোর আগে অনেক কিছু বুঝাইতে হবে, আপনি যদি অনেকদিন আগে থেকে পাব্জি খেলে থাকেন তাহলে আপনি অনেক বারই ক্লজ ফাইটে এমন ভাবে মরেছেন যে এনিমি আপনার সামনে এসে নড়তে নড়তে আপনাকে মেরে দিল আপনি তাকে একটাও লাগাইতে পারলেন না বুলেট, এমনটা সবারই হয়, এখন যদি জিজ্ঞেস করি আপনাকে যে সে আপনাকে কিভাবে এতো দ্রুত মারল তাহলে আপনি বলবেন আমি একজায়গাতে দাঁড়িয়ে শুট করছিলাম তাই তার স্প্রের সব বুলেট আমাকে লেগেছে, এর পরে আপনাকে যদি আবার জিজ্ঞেস করি তাহলে আপনি তাকে একটাও লাগাইতে পারলেন না কেন? আপনার উত্তর এটাই আসবে যে “ভাই এনিমি তো নড়তে নড়তে মারছিল তাই তাকে লাগাইতে পারি নাই”, এখন আসি মেইন ঘটনায়, আপনি যদি অন্য সব গেমের মতো পাব্জিও তাহলে আপনার আগুল দুইটিই সবসময় মুভ হইতে থাকে একটা ফায়ার বাটনে, একটা জয়স্টিকে মুভমেন্ট করানোর জন্য আবার দিক পরিবর্তন করানোর জন্য ফায়ার বাটনের আঙ্গুল টাই ব্যাবহার করতে হবে এইটাই স্বাভাবিক, তাই আপনি চাইলেই মুভমেন্ট করতে করতে ফায়ার বাটন চাপতে পারবেন না,

ঠিক যদি আপনি মুভমেন্ট করতে করতে ফায়ার বাটন প্রেস করতে চান তাহলে সহজ ভাবেই যেটা আপনাকে করতে হবে সেইটা হচ্ছে আপনাকে আর এক আঙ্গুল ঢুকিয়ে ফেলতে হবে শুধু ফায়ার করার জন্য তাহলে আপনি বাম হাতের থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি দিয়ে জয়স্টিক নাড়াইতে পারবেন, আবার ডান হাতের থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি দিক পরিবর্তন করাইতে পারবেন, এবং নতুন যেই আঙ্গুল ঢুকাবেন সেইটা সবসময় শুধু ফায়ার বাটনের জন্য থাকবে, সেই আঙ্গুল টাই সবাই ব্যাবহার করে শাহাদত আঙ্গুল, আর সেই সেটাপ টাকেই বলা হয় ৩ ফিঙ্গারস ক্লো সেটাপ, আর যারা নড়তে নড়তে ফায়ার করে তারা ঠিক সেভাবেই ক্ল সেটাপ করে খেলে, এতে গেমপ্লে অনেক বেশি সহজ হয়ে যায় যেমন ভাবে আপনি মরেছেন ঠিক তেমন ভাবে আপনিও মারতে পারবেন, এমন ভাবে ৪,৫ ফিঙ্গারস সেটাপ ও ব্যাবহার করে অনেকেই, একসাথে পিক ফায়ার মুভ সবকিছু করার জন্য যদি আপনার ক্লো করতে অসুবিধা হয়ে তাহলে গেমিং কন্ট্রলার কিনে নিতে পারেন।।


টিম মেট সাপোর্টঃ

যদি আপনি স্কোয়াড বা ডুও খেলতে লাইক করেন আমার মতো তাহলে এইটা আপনার জন্য, প্রথমেই সবাই এক সাথে জাম্প করবেন একই জায়গায় যেইটা আপনাদের পছন্দের জায়গা, এর পর খুব দ্রুত একটা অটো স্প্রের গান হাতে নিয়ে আপনার পছন্দ মত লুট করে নিন, আপনার পছন্দের গান নিয়ে নিন হাতে এরপর আপনার টিম মেটের সাথে সাথে থাকুন সব সময়, কোন এনিমি দেখলে ভাব মারাইতে একা একা ফাইট নিয়েন না, এনিমি দেখিয়ে দিন আপনার টিমমেটদের, সবাই মিলে এক সাথে শায়েস্তা করুন, কখনোই একা একা দলছাড়া হয়ে ঘুরবেন না, সবাই একসাথে টিমওয়ার্ক করবেন, এতে এনিমিদের মারতে গেলেও ৩ জনে নকড হইলেই বাকি একজন যেন রিভাইব দেওয়ার মত হয়ে বেঁচে থাকে, তাহলেই দেখবেন খেলা বেশ সুন্দর হয়ে উঠবে সবার।।

আজ পাব্জি নিয়ে এটুকুই, এর পর সবটুকু নিয়ে একটা বিশদ আলোচনা করা যাবে, আশা করি সবার আমার পোস্ট ভাল লেগেছে, আপনার কিছু জানার ইচ্ছা থাকলে আপনি কমেন্টে কিংবা টেকটিউন্স ডেস্কে আপনার প্রশ্ন লিখে জানান, আমরা চেষ্টা করবো আপনাকে সাহায্য করার,

সবার টেক জীবন সহজ হয়ে উঠুক টেক্টিউন্সের সাথে ধন্যবাদ সবাইকে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *