Ojoooতে কিভাবে একাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ করবেন

TechtunesBd



👌


No Add Fee


👌



💖


কিভাবে OJOOO থেকে আয় করবেন?

এই পোস্টে আমি আপনাদের একটি নতুন ও বিশ্বস্ত পিটিসি সাইট


💖


Ojooo তে কিভাবে একাউন্ট খোলা যায় ও এর থেকে কিভাবে আয় করা যায় তা জানাবো।১০০% পেমেন্ট পাবেন কাজ করলে । Ojooo একটি রাশিয়ান পিটিসি সাইট। এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে খুব সহজে একাউন্ট খোলা যায় ও খুব সহজে এ্যাড দেখে আয় করা যায়। এই সাইটে প্রতিদিন ৩০ থেকে ৬০ টির বেশি এ্যাড এবং প্রতিটি এ্যাড দেখলে ০.০০১ থেকে সবোচ্চ ০.০১ প্রদান করে। একটি এ্যাড দেখতে ৫ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। সময় যত বেশি প্রেমেন্ট ও তত বেশি (যেমনঃ ৫ সেকেন্ডের এ্যাডে ০.০০১, ৩০ সেকেন্ডের এ্যাডে ০.০০৫ ও ৬০ সেকেন্ডের এ্যাডে ০.০১)। এটি paypal, payza ও okpay এর মাধ্যমে Payment দেয়। Ojooo মাত্র ২ ডলার হলেই Payment দেয়।



👌


কাজের ভিডিও :

https://youtu.be/NAVWAuQj9uc

১। একাউন্ট খুলতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

site link:

https://wad.ojooo.com/register.php?ref=mahfuz2019


২। পরের পেজে

Username: এ ইউজার নেম,

Password: একটি পাসওয়ার্ড (এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে একটি বড় হাতের অক্ষর ও একটি নম্বর সহ মোট ৮ টি অক্ষর থাকে, যেমনঃ Allok123),

Confirm password: একই পাসওয়ার্ড,

Account e-mail: একটি ইমেল এড্রেস,

Payments: এ paypal, payza অথবা okpay খোলা থাকলে তার ইমেল দিন, না থাকলে উপরে যে ইমেল দিয়েছেন তা দিন ( পরে ঠিক করে নেয়া যাবে),

Personal data এর First name: এ আপনার নামের প্রথম অংশ,

Last name: এ দ্বিতীয় অংশ,

Street Address/ House No: এ আপনার ঠিকানা,

Zip/Postal Code: এ পোস্ট কোড,

City: এ আপনার শহরের নাম,

Telephone: এ টেলিফোন/মোবাইল নম্বর,

Date of birth: এ আপনার জন্মতারিখ (অবশ্যই ১৮ বছর হতে হবে),

Gender: এ লিঙ্গ সিলেক্ট করুন,

Terms of Service agreement: এর Yes এ ক্লিক করুন।

সবগুলো তথ্য ঠিক মতো দেওয়া হলে Register এ ক্লিক করুন। তাহলে আপনার ইমেলে Ojooo একটি ম্যাসেজ পাঠাবে।

৩। ই-মেলে প্রবেশ করে ইনবক্স থেকে একাউন্ট Conform করুন।

এ্যাড দেখার নিয়মঃ

১। প্রথমে

http://wad.ojooo.com/login.php

ওপেন করে

Access your account এর Username: আপনার ইউজার নেম,

Current password: আপনার পাসওয়ার্ড দিন।

আর Enter the characters এ পাশের অক্ষরগুলো লিখে দিন।

এরপর Login এ ক্লিক করুন। একটু পর Logging on to server… লেখা দেখাবে আর আপনার একাউন্ট ওপেন হবে।

২। এবার Paid to click ads এ ক্লিক করুন

এ্যাড পেজ ওপেন হবে। এখানে মূলত দুই ধরণের এ্যাড রয়েছে।

ক)Fixed ad

খ) Paid to click advertisement

৩। এ্যাড দেখতে যেকোন একটিতে ক্লিক করুন। নতুন ট্যাব ওপেন হবে ,উপরে টাইম কাউন্ট ডাউন হবে (৫ সেকেন্ডের এ্যাড হলে ৫ থেকে, ৩০ সেকেন্ডের এ্যাড হলে ৩০ থেকে, ৬০ সেকেন্ডের এ্যাড হলে ৬০ থেকে)।

এরপর টাইমার এর স্থানে একটি চিত্র আসবে, আপনাকে ঠিক তার মত করে আঁকতে হবে (ঠিক মত আঁকতে পারলে এ্যাকসেপ্ট করবে, না হলে আবার আঁকতে বলবে)।

এবার ক্লোজ উইন্ডো দেখালে তাতে ক্লিক করলে আগের পেজে ফিরে আসবে। এভাবেই প্রতিটি এ্যাড দেখতে পারবেন। ফোন থেকে করলে ব্যাক এ চলে আসবেন,ক্লোজ উইন্ডো ক্লিক করতে হবে না।

কিভাবে আয় বাড়াবেনঃ

অন্যান্য পিটিসি সাইটের মত Ojooo এ আয় বাড়ানোর উপায় হল রেফারেল এর মাধ্যমে। বাম পাশে Referral Tools এ ক্লিক করলে আপনে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্ক টা দিয়ে কেউ জয়েন করলে সে যত টাকা আয় করবে তার একটা অংশ আপনি পাবেন। তার মানে যত রেফারেল তত আয়। আপনি ফেসবুক, ব্লগ, এমনকি সরাসরি আপনার বন্ধুদের কে Ojooo এর কথা বলতে পারেন। আপনি একাউন্ট খোলার পর থেকে রেফারেল করতে পারবেন। যদি রেফারেল না পান তাহলে কি করবেন?????

উপায় একটা আছে। আপনার যখন ০.০২ ডলার হবে তখন আপনি এই টাকার বিনিময়ে ১ জন রেফারেল ভাড়া নিতে পারবেন। যারা ১ মাস আপনার জন্য কাজ করবে। তাহলে শুরুতে আপনাকে ০.০২ ডলার হওয়া পযন্ত একা একা কাজ করতে হবে।

বিঃ দ্রঃ দেখুন অনলাইনে অনেক টাকা উড়ে কিন্তু তা ধরা কঠিন। বাস্তব জীবনের মতই অনলাইনে কষ্ট করে আয় করতে হয়। রাতারাতি বড়লোক হওয়ার কোন উপায় নেই। PTC সাইট এ সফল হতে হলে লেগে থাকার মনোভাব থাকতে হবে। ১ মাস থেকে ২ মাস কাজ করে বন্ধ করে দেয়ার চিন্তা থাকলে আপনাকে বলবো আপনি এখানে কাজ করার দরকার নাই শুধু সময় নষ্ট হবে। কাজ করলে ৬ মাস থেকে ১ বছর ধারাবাহিক ভাবে কাজ করতে হবে। তবেই সফল হবেন।

কিভাবে টাকা তুলবেনঃ

মাত্র ২ ডলার হলে Ojooo থেকে payza ও paypal অথবা, okpay এর মাধ্যমে আপনি আপনার আয় তুলতে পারবেন। paypal বাংলাদেশে সাপোর্ট করে না। তাই payza এর মাধ্যমে আয় তুলুন।

এভাবেই এ্যাড দেখুন আর আয় করুন, আর কোন সমস্যা হলে আমাকে জানান সমাধান দেবার চেষ্টা করব।

যে কোন প্রয়োজন এ টেক্সট করুন আমাদের ।