MS Word এ লিখতে হলে Key Board এ হাত রাখার নিয়মাবলী- আরও দ্রুত টাইপ করুন

TechtunesBd

——-আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ————-

———বন্ধুরা আসুন শুরু করা যাক ———-

আমি আজ দেখাবো সহজভাবে কি করে Key Board দিয়ে লিখা যায়।

English হোক আর Bangla হোক Key Board এ লিখতে হলে Key Board এ হাত রাখাটা জরুরী তাই আসুন কি ভাবে Key Board এ হাত রাখবো। নিচে Screen Shoot টা দেখি।

computer keyboard finger position

learn how to position your fingers on keyboard and type quickly

বন্ধুরা হাত যখন রাখবো তখন খেয়াল রাখবো যে , GH Button মাঝে ফাকা রেখে FDSA Button এ বাম হাতের আঙ্গুল গুলো Serially বসাতে হবে এবং JKL: Button এ ডান হাতের আঙ্গুল গুলো Serially বসাতে হবে  Than এখন লেখা শুরু করা যাক।

আশা করি বন্ধুরা বুজতে পারছেন।

খোদা হাফেজ।