Laptop কেনার টিপ্স যেসব বিষয় জানতে হবে 2020। আগে জানুন তারপর কিনুন

TechtunesBd

আনেকটা বাধ্য হয়ে আজকে প্রথম ব্লগ লিখতে বসলাম Laptop কেনার টিপ্স। আমার এক বন্ধু মোনায়েন আজ তার

Laptop

কিনে নিয়ে আসল। তো আমার কাছে যখন জানতে চাইল যে তার Laptop কেমন হয়েছে তখন তো আমার আবস্থা খারাপ এক দিকে বন্ধুকে খুশি করার জন্য তো বোলতেই হয় যে দোস্ত খুব ভাল হয়েছে আবার নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাই। মনে মনে বলি দোস্ত ভাল হয়নি।

তো দোস্ত তোকে বোলছি শোন কেন ভাল হয়নি। প্রথমত এখন আজকের মার্কেটে core i5 বা core i3 ছারা processor কেনার কোন মানে হয় না। তার কারন গুলি একে একে আমি বলছি।

Laptop কেনার টিপ্স


যেসব বিষয় জানতে হবে

Intel core i5 i3 ছারা মার্কেটে যত Processor আছে তা 45 NM এবং পুরাতন Architecture এর তৈরি।

তো আনেকে বোলবেন তাতে কি হয়েছে। তো শুনুন!


Laptop কেনার টিপ্স

Intel এর core i5 i3 নতুন

Technology

হল

32 NM Architecture

Gpu Processor Chiper ভিতরে সাধারনত GMA 4500 যা Intel এর GPU গুলোর মধ্যে সবচে ভাল

DDR3 RAM যার Bass speed DDR 2 এর চেয়ে আনেক বেশি

আরো আনেক কিছু আছেচ এগুলো ছিল

Technical

কথা তো শুনুন আপ্নের এগুলতে কি কি শুবিধা ।আপনাদের আর মাথা খেতে চাই না

প্ররথমত আপনি যদি laptop কিনেন তবে তার চার্জ এর বিষয় মাথায় রাখতেই হবে। তো core i5 i3 আন্যো যেকোন Processor এর চয়ে 15 to 20 watt বিদ্যুত কম খায়। তো আপনার laptop বেশি সময় চার্য থাকবে।

core i5 বা i3 এর Speed যেকোন Processor এর চেয়ে বেশি তা Core 2 deo, core deo,core solo, pentium, এমনকি Quad core. তবে দামে কিন্তু খুব একটা বেশি নয়।

আজকাল গ্রফিক্স কার্ড ছারা আনেকেরই ঝামেলায় পরতে হয় তো সেই দিক দিয়ে core i3 বা i5 অনেক ভাল।

আরো আনেক কিছু লেখার ছিল। সবাই যদি বালেন তবে আশা করি আর জানাতে পারব।