আপনার পছন্দের মোবাইলটির স্টক রোম দেখতে দেখতে আপনি ক্লান্ত? আর ভালো লাগে না দেখতে? স্লো হয়ে গেছে আপনার প্রিয় ফোন?
যদি না জেনে থাকেন কাস্টম রম কি তাহলে জেনে নিন এখনইঃ
কাস্টম রম খুঁটিনাটি
আপনি চাইলেই এখন pure android এর স্বাদ নিতে পারবেন। গুগল পিক্সেল মোবাইল এ যে রম ব্যবহার করা হয়েছে ঠিক ওই একি রোম (অনেকটা:v ) এটা android 9.0 Pie নিয়ে চলে এসেছে, এক কথায় মাখন স্টাইল আপডেট বর্তমান সিকিউরিটি প্যাচ জুন মাসের ৫ তারিখের, যেহেতু একদম অফিসিয়াল পিক্সেল এক্সপেরিয়েন্স রোম সেহেতু সব প্রকার নতুন আপডেট পাবেন এইটা নিশ্চিত তাই আপডেট নিয়ে চিন্তা করতে হবে না। যার ফলে আপনি android পাই এর মজা নিতে পারবেন এখন পরবর্তীতে খুব দ্রুত এন্ড্রইড কিউ ও চলে আসবে।
এই রোমে সবকিছুই ঠিক ঠাক মত কাজ করে WIFI, SIM card, Finger print, Torch, FM, audio all things অর্থাৎ আমি এই পর্যন্ত এই রমে কোন বাগ বা ভাল্লুক পাইনি।
চলুন এবার দেখে নেওয়া যাক Pixel Experience Rom এর মাথা ঘুরানো কিছু ফিচারঃ
সবচেয়ে বেশি স্টেবল একটা রম এইটা
প্রচুর ডেভেলপার কাজ করছে যার ফলে সবচেয়ে বেশি আপডেট সুবিধা
পিক্সেল ফোনের সবকিছু পাবেন এতে
GCAM Build in ইন্সটল করাই থাকে, যাদের camera API নাই তাদের দুর্দিন শেষ,
Always On Display (মাথা ঘুরানোর মত একটা ফিচার)
ফেইস আনলক (একদম হাছা কথা, যাদের নাই তাদের জন্য সুখবর)
ফ্লুএন্ট একটা ইন্টারফেস, খুবই ফাস্ট খুবই মজা
বেটার র্যাম ম্যানেজমেন্ট এক কথায় কোন র্যাম আর অপচয় হবে না।
গেমিং পারফরমেন্স বুস্ট, পাব্জি পাগলদের জন্য এ তো আনন্দের সংবাদ 😛
আরোও অনেক অনেক ফিচার বলে শেষ করা যাবে না,
কি কি ফোনে আপনি Pixel experience Rom ব্যবহার করতে পারবেন?
আপনি যেসকল ব্র্যান্ড ফোনের মডেল আছে মুটামুটি সব মডেলের জন্যেই এই রম আছে, তাই দুশচিন্তার কোন কারণ নেই, শুধু তাদের অফিশিয়াল সাইট থেকে যেয়ে আপনার মডেল সিলেক্ট করে আপনার মডেলের জন্য পিক্সেল এক্সপেরিয়েন্স রোম ডাউনলোড করে নিলেই হবে,
পিক্সেল এক্সপেরিয়েন্স রমের ডাউনলোড লিঙ্কঃ
প্রথমেই বলে নিতে চাই আপনার ফোনের কোন কিছু হবে না, প্রথম অবস্থায় ব্যর্থ হয়ে ভাববেন যে আপনার ফোন হয়তো শেষ আরে ভাই না না এমনটা হয় না, ফোনের কিচ্ছু হবে না 😛
এবার আসি কিভাবে আপনার ফোনে ইন্সটল করবেন পিক্সেল রম?
যারা কাস্টম রম কখনোই ইন্সটল করেন নি তাদের জন্য এইটা একটা ঝামেলার কাজ লাগতে পারে শুরুতে, কিন্তু যদি আপনি একবার শিখে যান এবং রমের মজা নিতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনি এইটা বার বার করবেন, কারন কাস্টম হচ্ছে ভালবাসা 🙂
ইন্সটল করতে গেলে প্রথমে অনেক রকম ঝামেলায় পরতে হবে তাই শুরুতেই বলে নিচ্ছি আপনি গুগোলে সার্চ করে সবকিছু খুঁজে বের করার মত মেধা রেখে ইন্সটল করতে আসুন, কেননা সাধারণ ইউজারদের মুটামুটি সকলেই এই সমস্যা গুলাতে পরেই,
প্রথম ঝামেলা হচ্ছে আপনার ফোনের বুট লোডার আনলক করতে হবে, এর জন্য গুগলে টুক করে একটা সার্চ করেন আপনার মডেল লেখে “
how to unlock boot loader of Redmi 4 Prime(Your Device model name)
” এখন দেখে দেখে সব কিছু ঠিক ঠাক মত করে বুটলোডার আনলক করে ফেলুন 😛 এরপর আসি শেষ ঝামেলায় এখন আপনাকে TWRP recovery বা যেকোন একটা কাস্টম রিকভারি আপনার ফোনে ইন্সটল করতে হবে,
এই রম ব্যাবহার করার জন্য আপনাকে যা করতে হবে তা হলঃ
১) বুটলোডার আনলোক
২) কাস্টম রিকভারি
কিছু উপকারি লিঙ্ক দিয়ে দিচ্ছি কিভাবে কাস্টম রিকভারি ইন্সটল করবেন তার জন্যে
how to install TWRP recovery in any android phone
how to install TWRP custom recovery
how to install recovery in android
Xiaomi Phone হইলে Orange Fox Recovery ও ব্যবহার করতে পারেন,
how to install Orange fox recovery in xiaomi
এছাড়াও আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন রিকভারি ইন্সটল করার জন্য সো দেখে দেখে ইন্সটল করে ফেলুন,
রিকোভারি ইন্সটল করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ, Developer Option On করে নিন, তারপর USB debugging ON করে নিন এবার উপরের লিঙ্ক যা যা ডাউনলোড করা লাগে করে ঠিক ঠাক মত দেখে দেখে কমান্ড করে করে রিকোভারি মুডে আপনার ফোন ওপেন করার।।
কিভাবে ইন্সটল করবেন?
প্রথমে এই লিংক থেকে আপনার ডিভাইসের মডেল অনুযায়ী আপনি আপনার মডেলের রমটা ডাউনলোড করেনঃ https://download.pixelexperience.org/
এবার ডাউনলোড করা রমের .zip ফাইল টা আপনার ফোনের internal memory card এর ঠিক উপরেই রাখুন কিংবা OTG cable দিয়ে নিয়ে pen drive এও রাখতে পারেন,
এখন আসি প্রসেসে,
১। প্রথমেই আপনার ফোন অফ করে ফেলুন পাওয়ার অফ বাটন চেপে,
২। এখন রিকোভারি মুডে আপনার ফোন ওপেন করুন, যদি ফোনে রিকভারি ইন্সটল করে থাকেন তাহলে Power Button + Volume up Button এক সাথে কিছুখন চেপে ধরে থাকলেই ফোনের লগো দেখা গেলে ছেড়ে দিন দেখুন কিছুখন পর রিকোভারি মুডে ফোন ওপেন হবে, আর যদি পিসি থেকে ইন্সটল করেন তাহলে কমান্ড করে রিকোভারি রান করে নিন।
৩। এখন রিকোভারি মুডে রান হলে দেখতে পারবেন BACKUP Option আছে, সবকিছু ব্যাকআপ করে নিন যেন আপনি চাইলেই আগের মত করে আপনার ফোন রিস্টর করতে পারেন,
৪। এখন WIPE করুন আপনার ফোন (go to twrp>select wipe> select advanced wipe> wipe system,cache,data,delvike cache>Slide to Wipe)
৫। এখন আপনার ফোন মেমোরিতে বা পেন্ড্রাইভে যেই পিক্সেল রমের .zip ফাইল ছিল সেইটা ইন্সটল করার জন্য go to Install এখন আপনার সেই ডাউনলোড করা .zip সিলেক্ট করে Slide করে ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।।
[এখানে যদি কোন Error দেখায় যেমন Error 7 bla bla bla তাহলে আপনাকে একটু কাজ করতে হবে, ডাউনলোড করা .zip ফাইলটা কম্পিউটারে নিয়ে extract করতে হবে এখন দেখুন এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে META-INF>com>google>android ফোল্ডারের মধ্যে updater-script নামে একটা ফাইল আছে সেই ফাইল টা কোন কোড এডিটরে ওপেন করেন, Notepad++ Editor is the best এবার নিচের দেখানো স্ক্রিনশট এর দাগ দেওয়া যায়গা টুকু পর্যন্ত লেখা গুলা রিমুভ করুন, ঠিক যেটুকু দাগ দেওয়া আছে সেটুকু পর্যন্তই এর একটু বেশি হইলে চলবে না সো বি কেয়ারফুল, এবার ফাইলটা সেইভ করে ফেলুন Ctrl+S প্রেস করে কিংবা ফাইল থেকে যেয়ে সেভ করে ফেলুন এবার আবার আগের মত করে ফোল্ডার .zip করে ফেলে ফোনে কিংবা পেন্ড্রাইভে ট্রান্সফার করে আগের মত করে Install করুন এবার কোন Error দেখাবে না :P]
এখন ইন্সটল হয়ে গেলে রিকভারি থেকেই System Rebootঅপশনে ক্লিক করে ফোন রিস্টার্ট দিন, এখন একটু অপেক্ষা করুন বুট শেষ হোক, গুগলের লগো দেখেই আপনার ভাল্লাগবে দেখতে থাকুন একটু পর বুট শেষ হলে সব কিছু সেটাপ করে নিন আপনার ফোনের, ব্যাস হয়ে গেল আপনার ফোন পিক্সেল, এখন দেখুন কত মজা পান পিক্সেল ব্যবহার করে, লাফাইতে ইচ্ছা করবে আপনার 😛
আমি সব সময়ই লাফাই, কারণ আমি আগে থেকেই ব্যবহার করছি 😛