CPA মার্কেটিং কি?
সি. পি. এ. (CPA) এর পূর্ণ রূপ হল Cost per action, সি. পি. এ. (CPA) মার্কেটিং হল এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং যার মাধ্যমে আপনি কোন পণ্য বিক্রি এর পাশাপাশি ছোট কিছু কাজ যেমন ইমেইল সাবমিট, জিপ কোড সাবমিট, ডাউনলোড, সার্ভে ইত্যাদি কাজের মাধ্যমে অনলাইন থেকে আয় করতে পারেন। এজন্যই একে বলা হয়ে থাকে কস্ট পার অ্যাকশন তার মানে যে কোন অ্যাকশন ফুলফিল পূর্ণ করলেই আপনি কমিশন পাবেন।
সিপিএ মার্কেটিং শিখার জন্য কি এবিলিটি থাকা লাগবে?
১। ইন্টারনেট সম্পর্কে যার নুন্যতম জ্ঞান রয়েছে, এবং মুটামুটি ইংলিশ যিনি বুঝেন
২। যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক স্কিল বিহীন ভাবেই,
৩। যিনি কম্পিউটার এ ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন এবং মারকেটিং এর কিছু নলেজ যার ভিতরে আছে।
অ্যাফিলিয়েট অথবা সিপিএ (CPA) মার্কেটিং শেখার জন্য ১ বছর অথবা ৬ মাস এর কোন ডিগ্রী ভিত্তিক কোর্স এর দরকার নেই এইটার জন্যে আপনাকে কোডিং জানতে হবে না বা গ্রাফিক্স ডিজাইন জানতে হবে না খুবি ব্যাসিক একটা জিনিস এইটা। ভালো কোন আইটি ফার্ম থেকে ২ বা ৩ মাসের কোর্স এ যথেস্ট অথবা গুগল মামার ইউটিউব তো আছেই শেখার ইচ্ছা থাকলে সেইটা থেকেই সম্ভব এক পয়সাও খরচ করতে হবে না!
(CPA)
মার্কেটিং
করার
জন্য
কি
কি
দরকার হবে
?
ওয়েব
সাইট
–
(CPA) মার্কেটিং করার জন্য আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে! এই কথাটি শুনেই হইত অনেকেই হতাশ হবেন! কিন্তু হতাশ হবার কিছু নেই। শুধু মাত্র একটি ব্লগ সাইট খুলেও আপনি (CPA) মার্কেটিং করতে পারবেন। অথবা কোন ওয়েব সাইট এর সাব ডোমেইন (যা কিনা একদম ফ্রী তে খোলা যায়) দিয়ে আপনি (CPA) মার্কেটিং করতে পারেন!
আপনাকে ৪০০০-৫০০০ টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে হবে না, ফ্রি অনেক ডোমেইন হোস্টিং পাওয়া যায় সেগুলা দিয়েই আপনি সি পি এ মার্কেটিং এর জন্যে আপনার ওয়েবসাইট বানাইতে পারেন, একটা কম্পিউটার লাগবে, ভালো ইন্টারনেট থাকলে বেশি ভাল।।
তারপর আপনাকে জানতে হবে সি পি এ মার্কেটিং এর কাজ কোথায় পাওয়া যায়, অনেক সি পি এ মার্কেটিং এর জন্য মার্কেটপ্লেস আছে সেগুলাতে আপনার একাউন্ট আপ্রুভ করাতে হবে তাহলেই আপনি সি পি এ মার্কেটিং করতে পারবেন।।
আমি নিচে আপনাদের সুবিধার জন্যে জনপ্রিয় কয়েকটি সিপিএ নেটওয়ার্ক ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছিঃ
-
https://www.maxbounty.com/
-
https://www.clickbooth.com/
-
https://peerfly.com/
-
https://www.clickdealer.com
-
https://www.abovealloffers.com/
-
https://stats.pantherainteractive.com/
-
https://affiliate.cpamatica.io/
-
https://affiliates.crakrevenue.com/
-
https://www.admitad.com/
-
https://www.cpalead.com/
-
https://adscendmedia.com
সিপিএ
মার্কেটিং
কেন
শিখবেন
?
- কারন এক মাত্র সিপিএ মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই এটিই একমাত্র সহজে ইঙ্কাম করার উপায়।
- সিপিএ মার্কেটিং করা মানে কারো অধীনে চাকুরী করা না। এটা পুরটাই আপনার নিজের বিজনেস, যেখানে আপনি অন্য দের চাকুরী তে নিয়োগ দিতে পারবেন এবং সেখান থেকে বেনিফিট পেতে থাকবেন!
- মদ্য কথা আপনি সিপিএ মার্কেটিং শিখে একটি সিপিএ ফার্ম ও দিতে পারবেন এমন অনেক ফার্ম বাংলাদেশে আছে যারা সি পি এ মারকেটিং শুধু করে অনেক টাকা ইনকাম করে।
- বিভিন্ন মার্কেট প্লেস এ কাজ খোঁজার থেকে নিজের বিজনেস করা অনেক শ্রেয়, আপনাকে অন্যের সাথে টক্কর দিয়ে কাজ খুজতে হবে না, আপনার প্রতিদ্বন্দ্বী এখানে নেই বললেই চলে সুতুরাং নো পেইন।
সিপিএ
(CPA)
থেকে
মাসে
কত
টাকা
ইনকাম
করা
যাবে
?
উওর: এটা নির্ভর করবে আপনি কত ইনকাম করতে চান তার টার্গেট এর উপর। আপনার ইনকাম টার্গেট যতবেশী হবে আপনার বিনিয়োগ বাড়াতে হবে। তবে আপনি বিনিয়োগ ছাড়াও ইনকাম করতে পারবেন। আপনার ইচ্ছা এবং পরিশ্রম থাকলে আপনি দিনে গড়ে ২০ থেকে ২০০ ডলার ইনকাম করতে পারবেন। এখন মাসিক টা আপনি নিজেই হিসাব করে নিন।। শুধু আশা করে এইটা স্বপ্ন দেখে বসে থাকলে আপনি শুধু দিনে নয় বছরে ১ ডলারও ইনকাম করতে পারবেন না, আপনাকে পরিশ্রম করতেই হবে।
সিপিএ
(CPA)
মার্কেট
থেকে
পেমেন্ট
কিভাবে
পাওয়া
যায়
?
উওর:
সিপিএ (CPA) মার্কেট প্লেস আপনার সাধারনত তিন ধরনের পেমেন্ট থাকে। আপনি সরাসরি চেক Check পেইমেন্ট নিতে পারবেন, পেপাল PayPal এর মাধ্যমে নিতে পারবেন, পাইনিয়ার কার্ড Pre-paid Master Card by Payoneer or ব্যাংক ট্রান্সফার Electronic Funds Transfer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
সিপিএ
(CPA)
আমি
কোন
বিনিয়োগ
না
করে
ইনকাম
করতে
পারব
?
উওর: হা আপনার ভাল ফ্রি ট্রাফিক বা ভিজিটর থাকলে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বেশী প্ররিশম করতে হবে। আপনাকে নিজে নিজেই আপনার প্রমোশন চালাইতে হবে, যেন আপনার ওয়েব পেজ থেকে অ্যাকশনটা কমপ্লিট হয়।
সিপিএ
(CPA)
কোথায়
শিখবো
?
উত্তরঃ আর আমি সচরাচর যেইটা বলি যে ইচ্ছা থাকলে কোন ট্রেইনিং সেন্টার লাগবে না যেকোন কাজ শিখতে, আপনি নিজেই শিখতে পারবেন, আপনাকে কোন কাজ কেউ গুলিয়া খাইয়ে শিখাতে পারবে না, আপনাকে নিজের থেকেই শিখতে হবে, শুধু তারা আপনাকে পথ দেখিয়ে দিবে, প্রসেস শিখিয়ে দিবে, এগুলা পথ প্রসেস আপনি ইউটিউব থেকেই শিখতে পারবেন, অনেক ভালো ভালো টিউটরিয়াল পাওয়া যায় এখন ইউটিউবেই, তাই প্রথমেই ট্রেইং এর কথা ভেবে পকেটের টাকা নষ্ট না করে নিজেই ঘাটতে থাকুন ইউটিউব দেখে দেখে, যদি একান্তই কিছু না বুঝেন তাহলে অবশ্যয় কোন ভাল রেপুটেড ট্রেইনিং সেন্টারে ২/৩ মাস কোর্স করে নিতে পারেন।
সিপিএ
(CPA)
মার্কেটিং
এই
কোর্স
টি
করার
পর
সকলের
ইনকাম
কি
নিশ্চিত
?
উওর: না সবার জন্য না। আপনি কাজ শিখে বসে থাকবেন তাদের জন্য ইনকাম নিশ্চিত না, যারা শুধুমাত্র ধৈর্য্য, মেধা এবং প্ররিশম করবে এবং বিনিয়োগ সঠিক ভাবে করবে তাদের ইনকাম নিশ্চিত হবে। আপনি কাজ করবেন না অথচ ইনকাম করবেন এমন বোকামি ভাবনা। তাই ইনকাম করতে চাইলে কাজ করতেই হবে, যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন এইটা নিশ্চিত