আসসালামুয়ালাইকুম, আশা করি ভালো আছেন।আবার চলে আসলাম Awardspace- ফ্রী হোস্টিং নিয়ে,
আজ আমরা জানবো কীভাবে Awardspace এ আপনার ফ্রী ডোমেইন পার্ক করবেন। চলুন শুরু করা যাক।
গত পার্ট-এ আমরা জেনেছি কীভাবে হোস্টিং এ রেজিস্ট্রেশন করবেন। তাহলে Cpanel থেকে শুরু করা যাক। ব্রাউজার এ টাইপ করুন,
Link-
https://cp1.awardspace.net/beta/
আমরা একটি ফী .ML ডোমেইন নিব। চলুন ডোমেইন নাইম রেজিস্ট্রেশন করি।
http://freenom.com
এ যান।
আপনি যে নামে ডোমেইন নিবেন তা লিখেcheck availability -তে ক্লিক করুন।
.TK সিলেক্ট করবেন না। .ML সিলেক্ট করুন।
Checkout এ ক্লিক করুন।
ডান সাইডের Period অপ্সন থেকে ১২ মাস সিলেক্ট করে কন্টিনিউ তে ক্লিক করুন।
আপনার ইমেইল দিন এবং ভ্যারিফাই করুন বা লগিন করিন।
I have read the Terms এ ঠিক করে Complete Order এ ক্লিক করুন।
service এ ক্লিক করে my domain এ ক্লিক করেন।
যে ডোমেইন টি ক্রিয়েট করেছেন তার ডান পাশে Manage Domain এ ক্লিক করুন।
Management tools এ ক্লিক করে nameserver এ ক্লিক করুন।
Use Custom nameserver এ ক্লিক করুন।
এখন আমরা Nameserver দিব awardspace হোস্টিং এর।
Awardspace’s Nameserver :
[code]ns5.awardspace.com
ns5.awardspace.com[/code]
[br/]
nameserver চেঞ্জ করে Change nameserver এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।
এখন আমরা Awardspace আমাদের ডোমেইন হোস্ট করবো।
শুরু করা যাক।
Awardspace এর Dashboard এ গিয়ে Domain manager এ ক্লিক করুন।
Click Domain name then Host a Domain.
Click Host Domain . DOne <3
এখন আমরা ওয়ার্ডপ্রেস হোস্ট করবো।
প্রথমে Awardspace এর Dashboard যান।
Zacky Installer সিলেক্ট করুন।
Select WordPress
select a theme(any theme for the moment), Press next.
press next again
আমরা যে Domain ক্রিয়েট করেছি তা সিলেক্ট করুন।
আপনার সাইট এর টাইটেল, আপনার ইমেইল,ওয়ার্ডপ্রেস এর ইউজারনেম, পাসওয়ার্ড দিন এবং নেক্সট ক্লিক করুন।
অপেক্ষা করুন ইন্সটল হয়ে যাবে।
ডান।
আপনার সাইট এ ভিজিট করুন। অথবা, এডমিন আক্সেস এর জন্য yourdomain.ml/wp-admin এ গিয়ে আমরা যে উজার এবং পাসওয়ার্ড দিয়ে ছিলাম তা দিয়ে লগিন করুন।
আজকের মতো এই পর্যন্ত । আগামিতে দেখা হবে পার্ট ৩ নিয়ে।ভালো থাকবেন
ভিজিট করুন আমার ব্লগ
https://tamimbd.cf