এমন অনেক ফ্রীলান্সার আছে ফ্রীলান্সিং হিসাবে গ্রাফিক ডিজাইন কে বেছে নেয় । আর গ্রাফিক ডিজাইন এর জনপ্রিয় ২টি সফটওয়্যার হলো 1.Adobe Photoshop 2.Adobe Illustrator . আজকে আমি আপনাদের Adobe Illustrator এর একটা সেটিং সম্পর্কে আলোচলা করব ।
আমরা যখন Adobe Illustrator ট্রাইল ভার্সন ব্যবহার করি তার সময় দেওয়া থাকে ৭ দিন । ৭ দিন শেষ হয়ে গেলে আবার সেটা ডাউনলোড করে নিতে হয় । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডাউনলোড না করেই Adobe Illustrator আবার ব্যবহার করবেন ।
১. প্রথমে Adobe Illustrator এর উপর কারসার নিয়ে মাউস এর Left বাটুন ক্লিক করুন । নিছের ইমেজ এর মত দেখুন
২. সবার নিছে Property লেখা দেখতে পাবেন সেখান থেকে Property তে ক্লিক করুন এবং পরের ইমেজ এর মত দেখুন
৩. এখান থেকে Open File Location এ ক্লিক করুন এবং পরের ইমেজ এর মত দেখতে পাবেন
৪. আবার AMT ফুল্ডার এ ক্লিক করুন তারপর নিছের ইমেজ ফলো করুন
৫. সবার নিছে application.xml ফাইল ওপেন করুন আর নিচের ইমেজ দেখুন
৬. Notepad এ ফাইলটি ওপেন হওযার পর একটু নিছের দিকে ইমেজ এ দেখানো Trial Serial Number দেখতে পাবেন , এখানেই আমাদের মূল কাজটি করতে হবে । Serial Number থেকে শেষের ৪টি নাম্বার কেটে দিন এবং আপনার ইচ্ছা মত যে কোন ৪টি নাম্বার যুক্ত করুন
EX-
91638703394464699754
2186
= 91638703394464699754
4057
।
এবার নিছের ইমেজ টি দেখুন
৭. এখন ফাইল টি SAVE এ ক্লিক করে সেভ করুন । এখন আবার আপনি ৭দিন ব্যবহার করতে পারবেন । ৭দিন শেষ হয়ে গেলে আবার একই ভাবে করুন । এভাবে আপনি যতবার খুশি ব্যবহার করতে পারবেন ।
MyArticles.xyz
আজকের মত এখানেই শেষ, কথা হবে আবার কোন একটি পোস্ট নিয়ে । ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন । আর কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান । ধন্যবাদ