আসছে ওয়ান প্লাসের নতুন ফোন 2020

TechtunesBd


ওয়ান প্লাসের নতুন ফোন

জনপ্রিয় মোবাইল ব্র‍্যান্ড ওয়ান প্লাসের নতুন একটি মোবাইল নিয়ে কাজ করছে। সেই মোবাইল ফোনটি হচ্ছে ওয়ান প্লাস নর্ড এস ই।

২০২১ সালের প্রথম দিকে মোবাইল ফোনটির লঞ্চ হওয়ার কথা জানা গেছে। মোবাইল কোম্পানিটি এখনো পুরো বিষয়টি জানায়নি, বিষয়টি গোপন রেখেছে। লঞ্চ করার সময়ই সবকিছু জানাবে।


প্রতিবেদন নেওয়া হলে কিছুটা জানানো হয়েছে, চলুন সেইটুকু নিয়ে আলোচনা করা যাক:

ওয়ান প্লাস নর্ড এস ই ৫ জি হতে চলেছে এবং এটি তে অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ ব্যাবহার করা হবে। এই মোবাইল ফোনটি বাজেট বান্ধব হবে বলে জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হবে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। যা ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করবে।

এই ব্যাপারটি আমার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে। সত্যিই বিষয়টি অসাধারণ। প্রতিবেদনে আরো জানা গেছে যে, এই মোবাইলটিতে ও অ্যামোল্ড ডিসপ্লে ব্যাবহার করা হবে। এতটুকু বলা যায় যে ওয়ান প্লাস নর্ড এস ই মোবাইল ফোনটি কেবল ভারত এবং ইউরোপে বিক্রি করা হবে। মোবাইল ফোনটি অবশ্যই অনেক ভাল হবে বলে আশা করা যাচ্ছে।

মোবাইলটির ক্যামেরা, প্রসেসর ইত্যাদি নিয়ে সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছে না। নতুন কোন তথ্য জানা গেলে আবার জানানো হবে।