আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আকর্ষণীয় ইসলামি একটি App:
আগামীকাল ইয়াওমূল আরাফা হজ্জের মূল ইবাদত লক্ষ কোটি মানুষের মুখে ধ্বনিত হচ্ছে।
“লাববাইকা আল্লাহুম্মা লাববাইক, লাববাইকা লা শারীকা লাকা লাববাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা।’
“আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি আপনার কাছে হাজির। আপনার কোন শরীক নেই। আমি আপনার কাছে হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব আপনারই। আপনার কোন শরীক নেই।’’
[ সহীহ বৃখারী, হাদীস নং ১৫৪৯, ১৫৫০ও সহীহ মুসলিম, হাদীস নং ২৮৬৮, ২৮৬৯]
আমাদের মধ্যে অনেক ভাই-বোন, দাদা-দাদী আছেন হজের নিয়ম-কানুন জানে না। বিশেষ করে হাজীদের উদ্দেশ্য তৈরি করা একটি অ্যান্ড্রয়েড Apps। এতে হজের যাবতীয় কার্যাবলি ছবির সাহায্যে ধাপে ধাপে বর্ণিত হয়েছে।
তাহলে আর কোন চিন্তা নেই এখন বাড়িতে বসে হজের ট্রেনিং দিতে পারবেন। অ্যাপটি তৈরি করেছে ইসলাম-লাইট ফাউন্ডেশন, আর তা সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ভিডিও লেকচার থেকে সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।
তাহলে আর দেরি কেন!
Google Play Store
থেকে ডাউনলোড করে নিন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।