হাই ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন। টেকটিউনে এটাই আমার প্রথম টিউন। এই টিউনে আমি আপনাদের জানাবো যে কিভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে কম্পিউটারের মতো ইন্টারনেট ব্যবহার করা যায়।
হ্যা। ঠিকই শুনছেন। আপনি একদম ডেস্কটপ কম্পিউটারের মতো ইন্টারনেট ব্রাউজিং এর এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্রাউজারের সকল সুযোগ সুবিধা পাবেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। পুরো পোস্ট পরলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
বন্ধুরা, এর জন্য আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ ইন্সটল করতে হবে। খুবই সহজ। তাই লিংক দিলাম না। শুধু নিচের ইন্সট্রাকশন গুলো ফলো করুন:
১.আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ দিন Puffin web browser লিখে।
২.সার্চ দিলেই পাখির মুখের মতো আইকনের একটি অ্যাপ দেখতে পাবেন। অ্যাপটি ইন্সটল করুন।
৩.তারপর ইন্সটল শেষ হলে ওপেন করুন। কোনো পারমিশন চাইলে Allow করুন।
৪.ওপেন হলে স্ক্রিনের একদম উপরে ডান পাশে তিনটি ডটের একটি অপশন বার দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।
৫.ক্লিক করলে স্ক্রিনের ডান পাশে উপরে একটি উইনডো ওপেন হবে। ওখান থেকে সেটিংস 🔆 আইকনে ক্লিক করেন।
৬.সেটিংস থেকে website preference এ ক্লিক করুন। mobile-friendly view দেয়া থাকবে। আাপনি request desktop site এ ক্লিক করুন।
৭.এরপর ব্যাক ক্লিক করে অ্যাপটির হোম স্ক্রিনে আসুন। এবার দেখার সুবিধার্থে ফোনের Auto Rotate মোড চালু করে ফোন কাত করে Landscape মুডে আনুন।
এবার টেস্ট করার পালা।
অ্যাপের হোম স্ক্রিনের স্পিড ডায়াল থেকে YouTube এর আইকনের উপর ক্লিক করুন। পেইজটি লোড হওয়ার পর………
কি দেখছেন!!! একদম কম্পিউটারের ইউটিউব পেইজের মতো লাগছে না?
এবার একটা ভিডিওতে ক্লিক করুন।
একদম ডেস্কটপ কম্পিউটারে যেমন YouTube এর ভিডিও দেখা যায় তেমনই যাবে।
এবার চাইলে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। যেমন ফেসবুক, এমনকি এই টেকটিউন ওয়েবসাইটেও গিয়েও দেখতে পারেন। আপনি একদম ডেস্কটপ কম্পিউটারে যেমন ব্রাউজ করতে পারতেন এখানেও ঠিক তেমনই এক্সপেরিয়েন্স পাবেন।
এভাবে আপনার ইচ্ছেমতো যেকোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
তো এই ছিল আজকের টিউন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।
আর ভালো লাগলে একটি ছোট্ট কমেন্ট করে পরবর্তী ব্লগ লেখার জন্য উৎসাহ দিবেন। এতক্ষণ ধৈর্য্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।