হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে যেই অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি সেই অ্যাপস এর মাধ্যমে আপনারা খুব সহজেই শুধু মাত্র অ্যাপসে রেজিস্ট্রেশন করে 9 জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন যার মেয়াদ 15 দিন।
যেভাবে অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করবেন
- প্রথমে প্লে স্টোরে গিয়ে Clipclap অ্যাপসটি ইন্সটল করে ওপেন করুন
- এরপর আপনাকে সাইনআপ করতে বলবে আপনি গুগল এ ক্লিক করুন এবং আপনার জিমেইল এড্রেস গুলো দেখাবে তো আপনি যে কোন একটি জিমেইল এড্রেস সিলেক্ট করুন।
- এরপর প্রোফাইল পিকচারে ক্লিক করে একটি ছবি সিলেক্ট করুন এবং ইউজারনেম আপনার নাম দিন এরপর আপনি ছেলে হলে মেইল এবং মেয়ে হলে ফিমেল এ ক্লিক করুন এবং নেক্সট এ ক্লিক করুন।
- এরপর একটি ভিডিও প্লে হবে ভিডিওটি দেখুন।
-
এখন উপরে ডানপাশে Redeem এ ক্লিক করুন এবং খালি বক্সে
1559286286
এই কোডটি লিখুন এবং Redeem করুন তাহলেই আপনি এক ডলার পেয়ে যাবেন।
যেভাবে পেমেন্ট নেবেন
- পেমেন্ট নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটি অন্ততপক্ষে এক দিনের পুরনোহওয়া জরুরী আপনি যদি আজকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আগামীকাল পেমেন্ট নিতে পারবেন
- এরপর আগামীকাল অ্যাপস এ প্রবেশ করে ডলার আইকনে ক্লিক করবেন
- এরপর আপনি তিনটি অপশন পাবেন পেপাল মোবাইল রিচার্জ অ্যান্ড ফ্রি ইন্টানেট
- এরপর আপনি ফ্রি ইন্টারনেট এ ক্লিক করবেন এবং নয় জিবির অপশনে ক্লিক করবেন।
- এরপর আপনার মোবাইল নাম্বারটি লিখবেন যে নাম্বারে আপনি ফ্রি ইন্টারনেট নিতে চান ইন্টারনেট পেয়ে যাবেন যার মেয়াদ থাকবে 15 দিন।