তো আপনারা যদি 5 জিবি ইন্টারনেট নিতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে আপনাদের নতুন বিকাশ একাউন্ট খুলতে হবে এবং সেই বিকাশ একাউন্ট থেকে 25 টাকা মোবাইল রিচার্জ করলে আপনারা 5gb ইন্টার্নেট পেয়ে যাবেন।নতুন বিকাশে আপনারা যে অফার গুলো পাবেন
- নতুন একাউন্ট করলে 50 টাকা ওয়েলকাম বোনাস পাবেন
- অ্যাপসের লগইন করলে 25 টাকা পাবেন
- 25 টাকা যেকোনো সিমে প্রথমবার রিচার্জ করলে সাথে সাথে 5gb ইন্টার্নেট ফ্রী পেয়ে যাবেন।
সতর্কতাঃ উপরের অফারগুলো পাবার জন্য আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপসটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করতে হবে না হলে বোনাস পাবেন না। বিকাশ অ্যাপটি
ডাউনলোড করুন
উপরের লিংকে ক্লিক করে বিকাশ অ্যাপটি ইন্সটল করুন ইনস্টল করার পর আপনাদের অবশ্যই একটি নতুন একাউন্ট করতে হবে। আপনার যদি আগের একাউন্ট থাকে তাহলে বিকাশ একটি আনইন্সটল করে পুনরায় উপরের লিঙ্ক থেকে ইন্সটল করুন এবং অন্য কারো আইডি কার্ড দিয়ে একটি নতুন বিকাশ একাউন্ট করুন।
যেভাবে নতুন বিকাশ একাউন্ট করবেন
- প্রথমে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে অ্যাপসটি ইন্সটল করে ওপেন করুন
- এরপর রেজিস্ট্রেশন এ ক্লিক করুন
- এরপর আপনার মোবাইল নাম্বার দিন
- আপনার মোবাইল নাম্বার একটি মেসেজ আসবে মেসেজে একটি কোড থাকবে সেই কোডটি বসিয়ে নেক্সট এ ক্লিক করুন
- এরপর আইডি কার্ডের প্রথম এবং দ্বিতীয় পাশের ছবি তুলে সাবমিট করুন
- এরপর যার আইডি কার্ড তার সামনে মোবাইলটি নিয়ে সেলফি তোলার মতো করে তাকে চোখের পলক ফেলতে বলুন কয়েকবার চোখের পলক ফেললেই ছবিটি প্রসেস হবে
- এরপর সকল তথ্য ঠিক আছে কিনা সেগুলো কনফার্ম করে নেক্সট এ ক্লিক করুন
- এরপর লিঙ্গ আয় এর উৎস ইত্যাদি দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলুন।
- এরপর *247#ডায়াল করে আপনার পিন সেট করে নেবেন 5 ডিজিটের যেমন12457
- এরপর আপনি আপনার বিকাশ একাউন্টে লগইন করবেন
বিকাশ একাউন্টে করলে আপনি 50 টাকা বোনাস পাবেন এবং অ্যাপসে লগইন করার সাথে সাথে আরও 25 টাকা বোনাস পাবেন। এই হল আপনার 75 টাকা।
যেভাবে 5gb ইন্টার্নেট নেবেন
বিকাশ এপস এ লগইন করার পর রিচার্জ এ ক্লিক করবেন, আপনি যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখে নেক্সট এ ক্লিক করবেন, অপারেটর সিলেক্ট করবেন, এরপর 25tk লিখবেন এবং আপনার পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলেই আপনার মোবাইল নাম্বারে 25 টাকা মোবাইল রিচার্জ হয়ে যাবে এবং সাথে সাথে 5 জিবি ইন্টারনট এসে যাবে।
এখানে 25 টাকা রিচার্জ করলে আপনার 25 টাকা ব্যালেন্স যোগ হবে এবং 5gb আপনাকে সম্পূর্ণ ফ্রীতে দেওয়া হবে।