2 মিনিটে ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল করুন।

TechtunesBd

ইউটিউব এ চ্যানেল গ্রো করার জন্য এবং সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমাদের কোন না কোন সময় একটি না একটি ভিডিও ভাইরাল হতেই হয়। কারণ ভিডিও ভাইরাল না হলে আমাদের সাবস্ক্রাইবার বা ইউটিউব চ্যানেল গ্র করে না।

তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউব ভিডিও ভাইরাল করবেন। ভিডিও ভাইরাল করার আগে আমাদের জানতে হবে ভিডিও ভাইরাল কেন হয়। আমরা যখন ইউটিউবে কোন কিছু সার্চ করি যেমন how to make money onlineএরকম সার্চ করলে যে ভিডিওটি প্রথমে দেখতে পাই সেই ভিডিওতেই আমরা ক্লিক করি এবং সেই ভিডিও ভিউ‌ বেশি হয় এবং আস্তে আস্তে ইউটিউব এ ভিডিও ঠিকই প্রমোট করে যার ফলে ভিডিওটি ভাইরাল হয়।তো আমরা বুঝতে পারলাম ভিডিও ভাইরাল করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হল কেউ যখন ইউটিউবে কোন কিছু সার্চ করবে তখন আমাদের ভিডিও যেন তাদের সামনে আসে। কারণ আমাদের ভিডিও যদি তাদের সামনে আসে তাহলে তারা ক্লিক করবে এবং আমাদের ভিউ আসবে ভিডিওতে এবং ভিডিও ভাইরাল হবে।

আমরা যখন ইউটিউবে সার্চ করি how to earn money online এখন ইউটিউব দেখে কোন ভিডিওর ট্যাগ এ earn money ট্যাগ রয়েছে সেই ভিডিওটি রেঙ্ক করিয়ে দেয়।

তো ,, আমরা যা করব তা হল আমরা যদি অনলাইনে ইনকাম বিষয়ক ভিডিও তৈরি করে থাকি তাহলে ইউটিউবে অনলাইনে ইনকাম বিষয়ক ভিডিও গুলো সার্চ করব সেই ভিডিও গুলো যে ট্যাগ ব্যবহার করে সেই ট্যাগগুলো আমরা আমাদের ভিডিওতে লাগাবো তাহলেই আমাদের ভিডিও সার্চ এ আসবে।


তো এখন কথা হল আমরা ওই ভিডিওগুলো ট্যাগ কিভাবে নেব

এর জন্য আপনাদের প্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে

অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করুন

  1. উপরের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করবেন
  2. এরপর আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ভিডিও সার্চ করবেন
  3. তারপর যে ভিডিওগুলো প্রথমে আসবে এবং সবচেয়ে বেশি ভিউ পেয়েছে সেই ভিডিওর লিংক কপি করবেন। লিংক কপি করার জন্য ভিডিওটি শেয়ার অপশনে ক্লিক করলেই লিংক কপি অপশন এসে যাবে
  4. লিংকটি কপি করে নিয়ে অ্যাপসে আসবেন।
  5. এরপর একটু নিচের দিকে আসবেন সেখানে একটি বক্স থাকবে যেখানে লেখা enter key word or video URL সেখানে সেই ভিডিওর লিংকটি পেস্ট করে দিয়ে find tag এ ক্লিক করে দিন।
  6. তাহলেই ওই ভিডিওতে যতগুলো ট্যাগ ব্যবহৃত হয়েছে সবগুলো ট্যাগ আপনার সামনে চলে আসবে তখন সবগুলো ট্যাগ কপি করেআপনার ইউটিউব স্টুডিও অ্যাপস এর মাধ্যমে আপনার ভিডিওতে ব্যবহার করবেন।

ব্যাস আপনার কাজ শেষ। এখন ওই ভিডিওর সাথে সাথে আপনার ভিডিও রেঙ্ক করবে। এবং ইউটিউব সার্চে আসবে।