10 মিনিটে আপনার মোবাইল দিয়েই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলুন সম্পূর্ণ ফ্রিতে।

TechtunesBd

10 মিনিটে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল দিয়ে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে ফেলুন।আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ব্লগার সাইট এ সম্পূর্ণ ফ্রিতে আপনার নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং ইনকাম করতে পারেন।



যেভাবে ওয়েবসাইট তৈরি করবেন

  1. প্রথমে ক্রোম ব্রাউজার এ গিয়ে blogger.com সার্চ করুন
  2. এরপর blogger.com এ গিয়ে ক্রিয়েট নিউ ব্লগ এ ক্লিক করে আপনার জিমেইল এড্রেস দিয়ে সাইন ইন করুন
  3. আপনার ওয়েবসাইটের নাম লিখুন এবং আপনার ওয়েবসাইটের জন্য একটি থিম চেঞ্জ করুন এবং আপনার ওয়েবসাইটের একটি এড্রেস দিন।
  4. এরপর ক্রিয়েট সাইটে ক্লিক করুন।
  5. ব্যাস আপনার একটি নিজস্ব ওয়েবসাইট তৈরী হয়ে গেল
  6. এখন আপনি এই সাইটে লিখতে পারবেন এবং পাবলিশ করতে পারবেন সরাসরি গুগলে।



যেভাবে আপনার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করবেন

  • আপনার ব্লগার ওয়েবসাইটে যখন প্রতিদিন মিনিমাম 100 থেকে 500 ভিজিটর আসা শুরু করবে তখন আপনি গুগল এডসেন্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি গুগোল অ্যাডসেন্সে যুক্ত করে টাকা ইনকাম করতে পারবেন এবং সরাসরি ব্যাংকের মাধ্যমে আপনার টাকা হাতে পাবেন।