সঠিক পদ্ধতিতে মোবাইল, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার জীবাণুমুক্ত করণ

TechtunesBd

Disinfect your electronic gadgets in a proper way



আপনি জানেন কি?


King Online University এর এক গবেষণায় প্রকাশ একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় ২৬১৭ বার তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি স্পর্শ করে। আবার University of Arizona এর বিজ্ঞানীরা তাদের গবেষণায় পেয়েছেন যে ব্যবহৃত মোবাইল ফোন টয়লেটের সিট অপেক্ষা ১০(দশ) গুন বেশী জীবানু বহন করে।

ওয়াল্ড ইকোনমিক ফোরামের মতে করোনা ভাইরাস কোন কোন সারফেসে নয়(৯) দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
তাই সংক্রামণ রোধে আমাদের ব্যবহৃত মোবাইল ফোন, ডেস্ক ফোন, ল্যাপটপ, কি-বোর্ড, মাউস ইত্যাদি জীবাণু মুক্ত করা একান্ত আবশ্যক।


বেশির ভাগ ফোন উৎপাদনকারী কোম্পানি ব্যবহারের মোবাইল ফোন স্যানিটাইজেশনে কেমিক্যাল, হ্যান্ড জেল ও এব্রেসিভ ওয়াইপস ব্যবহার করতে নিষেধ করে কারন এগুলো ফোনের প্রটেকটিভ কোটিং নষ্ট করে ফেলতে পারে।

ব্যবহৃত ডিভাইস বা গেজেটসমূহ জীবাণুমুক্ত করার প্রক্রিয়া বিস্তারিত দেখুন

Disinfect Gadgets

লিঙ্কে।


ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মাইক্রবাইয়লজিস্টের মতে কার্যকর ভাবে ফোনকে জীবানুমুক্ত করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ


১। ফোন টি আন প্লাগ করুন


২। ফোন টি বন্ধ করুন


৩। ফোন টির কেইস খুলে ফেলুন


৪। বাসায় ব্যবহৃত সাধারন সাবান দিয়ে সাবান পানির মিশ্রন তৈরি করুন।


৫। কেইসটি শুধুমাত্র প্লাস্টিকের হলে এটিকে সাবান পানিতে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন।


৬। তারপর সাবান পানিতে বা ৭০% আইসোপ্রফাইল অ্যালকোহলে ভিজানো মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন । মুছে ফেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ফোনের কোন পোর্টে আদ্রতা না পায়। যদি আপনার ফোনটি পানি প্রতিরোধক হয় তবুও এটির কোন অপেনিং পোর্টকে ভিজতে দেয়া যাবে না।


৭। সবশেষে ফোন টিকে জীবাণুমুক্ত শুকনো মাইক্রফাইবার কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

ভিডিও লিঙ্কঃ

Disinfect Gadgets