মার্কশিট সহ 2020 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিন।

TechtunesBd

এসএসসি সহ যেকোনো পরীক্ষার রেজাল্ট আপনারা এই অ্যাপসের সাহায্যে দেখতে পারবেন খুব সহজেই মার্কশিট সহ।

প্রথমে অ্যাপসটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন

  • উপরের লিংকে ক্লিক করলে আপনাদের সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে সেখানে ডাউনলোড এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন এরপর এপিকে ডাউনলোডের অপশন এসে যাবে সেখান থেকে এপিকে টি ডাউনলোড করুন।
  • এপিকে ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং ওপেন করুন
  • এরপর আপনি সিলেট এক্সামে SSC dakhil সিলেক্ট করুন
  • পরীক্ষার সন a2020 সিলেক্ট করুন
  • আপনার শিক্ষা বোর্ড কোনটি সেটা সিলেক্ট করুন ঢাকা-চট্টগ্রাম-সিলেট যে কোন একটি সিলেক্ট করুন
  • রোল নাম্বার দিন
  • রেজিস্ট্রেশন নম্বর দিন
  • তারপর একদম নিচে যে অপশন টি পাবেন সেটি হল যোগ-বিয়োগের একটি ক্যাপচা 5+2=7 ক্যাপচাটি পূরণ করার জন্য যা ফল হবে সেটি বক্সে লিখে সাবমিট এ ক্লিক করলে আপনার রেজাল্ট মার্কশিট সহ এসে যাবে।
  • এই মার্কশিট আপনি প্রিন্টারের মাধ্যমে সরাসরি প্রিন্ট করে বের করতে পারবেন