বিশ্বের শীর্ষ 10 ব্লগ এবং ব্লগারদের তালিকা এবং তাদের উপার্জন ২০১৯

TechtunesBd



আশা করি সবায় অনেক ভালো আছেন। আজকে আমি বিশ্বের শীর্ষ 10 ব্লগ এবং ব্লগারদের নিয়ে আলোচনা করব। তাদের প্রতিমাসে আয় কত এবং তাদের প্রতি মাসে মোট ভিজিটর কত?

আপনি কি জানতে চান বিশ্বের শীর্ষ 10 উপার্জনকারী ব্লগার কে? এখানে

WPressBlog

তাদের মাসিক আয়ের বিবরণ এবং সঙ্গে ধনী ব্লগারদের একটি তালিকা প্রদান করেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ব্লগাররা শুধু তাদের শখ হিসাবে ব্লগিং শুরু করেছিলেন। এই ব্লগিং আপনার নিজের অনলাইন ব্যবসা শুরু করতে আপনাকে অনেক সাহায্য করতে পারে।

ব্লগিংয়ের আসক্তি ব্লগারদের আরও ধনী করে তুলেছে। নিচে আপনি তাদের মাসিক উপার্জন সহ বিশ্বের শীর্ষ ১০ ব্লগার কে দেখতে পাবেন।



বিশ্বের শীর্ষ 10 ব্লগারদের তালিকা এবং তাদের উপার্জন ২০১৯ঃ




১। অ্যারিয়ানা হাফিংটন (Arriana Huffington)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

Huffington Post blog ২005 সালে অ্যারিয়ানা হাফিংটন শুরু করেছিলেন জীবন ও রাজনীতি বিষয়গুলি নিয়ে। Huffington Post blog বিশ্বের সবচেয়ে সফল ব্লগ। এই ব্লগটির উপার্জন 1 বিলিয়ন ডলারেরও বেশি এবং আয়টির মূল উৎস ব্যানারের মাধ্যমে স্পন্সর করা বিজ্ঞাপন (Google Banner Ads)

_প্রতিষ্ঠাতা নাম: অ্যারিয়ানা হাফিংটন (Arriana Huffington)

_ওয়েবসাইট:

https://www.huffingtonpost.com

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৫ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ৩২৮ তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ  ১৩১ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ  $ 14,000,000(প্রায়)



২। পিটার রোজাস(Peter Rojas)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

২০০৪ সালে পিটার রোজাস Engadget প্রতিষ্ঠিত করেন। পিটার রোজাস গেমিং, বিনোদন, গিয়ার, ইভেন্ট এগুলো নিয়ে তার ব্লগটি শুরু করেছিলেন। এই ব্লগ সরাসরি বিজ্ঞাপন থেকে প্রতি মাসে অনেক টাকা আয় করে থাকে।

_প্রতিষ্ঠাতা নামঃ পিটার রোজাস(Peter Rojas)

_ওয়েবসাইট:

https://www.engadget.com

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৪ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ৬২৪ তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ৫১ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $5,500,000(প্রায়)



৩। রান্ড ফিশকিন (Rand Fishkin)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

“Moz” ব্লগ প্রতিষ্ঠিত করেন রান্ড ফিশকিন ১৯৯৮ সালে যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান হিসেবে বিশ্বের খুব খ্যাত। এই ব্লগটি বিশ্বের অনেক ব্লগারকে তাদের ব্লগ প্রতিষ্ঠিত করতে অনেক সাহায্য করেছে। এটিও অন্যান্য ব্লগারদের মতো টাকা আয় করে থাকে।

_প্রতিষ্ঠাতা নামঃ রান্ড ফিশকিন (Rand Fishkin)

_ওয়েবসাইট:

https://moz.com/

_ব্লগিং শুরু করেছিনেলঃ ১৯৯৮ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ৪,০৩৫ তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ৬ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $4,250,000(প্রায়)



৪। পিটে ক্যাশমোর(Pete Cashmore)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

Mashable ব্লগটি ২০০৫ সালে পিটে ক্যাশমোর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পিটে ক্যাশমোর প্রযুক্তি, বিনোদন, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ এবং আরো অনেক কিছু নিয়ে তার ব্লগটি শুরু করেছিলেন। এই ব্লগের আয়ের উৎস বিভিন্ন ফরম্যাটে সরাসরি বিজ্ঞাপন।

_প্রতিষ্ঠাতা নামঃ পিটে ক্যাশমোর(Pete Cashmore)

_ওয়েবসাইট:

https://mashable.com/

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৫ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ১,৪৮৪ তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ২৫.৮ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $2,000,000(প্রায়)



৫। মাইকেল আরিংটন (Michael Arrington)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

মাইকেল আরিংটন ২০০৫ সালে TechCrunch প্রতিষ্ঠিত করেন এবং এটি একটি খুব জনপ্রিয় প্রযুক্তি সংবাদ সরবরাহকারী ব্লগ। অ্যাপ্লিকেশন, গ্যাজেট, মোবাইল এবং আরো অনেক কিছু প্রযুক্তি খবর নিয়ে এর যাত্রা শুরু হয়। এটি AOL দ্বারা আয় করে থাকে।

_প্রতিষ্ঠাতা নামঃ মাইকেল আরিংটন (Michael Arrington)

_ওয়েবসাইট:

https://techcrunch.com/

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৫ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ৯৬৪ তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ২৮.৯ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $2,500,000(প্রায়)



৬। ব্রায়ান ক্লার্ক(Brian Clark)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

মার্কেটিং পরামর্শ প্রদানকারী ব্লগগুলির মধ্যে একটি সবচেয়ে ভালো ব্লগ সাইট CopyBlogger ব্রায়ান ক্লার্ক দ্বারা প্রতিষ্ঠিত ২০০৬ সালে। ২০০৬ সালে যার আয় ছিল মাত্র $2000 কিন্তু বর্তমানে এর আয় প্রায় $1,000,000.

_প্রতিষ্ঠাতা নামঃ ব্রায়ান ক্লার্ক(Brian Clark)

_ওয়েবসাইট:

https://www.copyblogger.com/

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৬ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ৪১,৫৬৬ তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ৭৬৬.৭মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $1,000,000(প্রায়)



৭। মারিও আর্ম্যান্ডো ল্যাভেন্ডারিয়া জুনিয়র(Mario Armando Lavanderia Jr)


Perez Hilton ২০০৫ সালে মারিও আর্ম্যান্ডো ল্যাভেন্ডারিয়া জুনিয়র শুরু করেন বিতর্কিত পরচর্চা নিয়ে। আয়ের মূল উৎস ওয়েবসাইটে সরাসরি বিজ্ঞাপন।

_প্রতিষ্ঠাতা নামঃ মারিও আর্ম্যান্ডো ল্যাভেন্ডারিয়া জুনিয়র(Mario Armando Lavanderia Jr)

_ওয়েবসাইট:

Homepage


_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৫ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ৭,৮৯৮ তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ৬মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $575,000(প্রায়)



৮। পিটার রোজাস(Peter Rojas)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

_প্রতিষ্ঠাতা নামঃ পিটার রোজাস(Peter Rojas)

_ওয়েবসাইট:

https://gizmodo.com/

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০২ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ৪৮৪তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ৭৭ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $325,000(প্রায়)



৯। ভিটালি ফ্রিডম্যান (Vitaly Friedman)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

Smashing Magazine ২০০৬ সালে ভিটালি ফ্রিডম্যান প্রতিষ্ঠা করেন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত কন্টেন্ট নিয়ে।

_প্রতিষ্ঠাতা নামঃ ভিটালি ফ্রিডম্যান (Vitaly Friedman)

_ওয়েবসাইট:

https://www.smashingmagazine.com/

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৬ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ১০,০৪৮তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ৪.১ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $215,000(প্রায়)



১০। সায়ান ক্লিয়ার (Cyan Claire)


Top 10 Highest Earning Bloggers Of The World In 2019

সায়ান ক্লিয়ার ২০০৮ সালে TutsPlus ব্লগটি প্রতিষ্ঠা করেন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপারদের টিউটোরিয়াল নিয়ে। এই ব্লগটি ওয়েব ডিজাইনার ও ডেভেলপারদের জন্য খুব উপকারী।

_প্রতিষ্ঠাতা নামঃ সায়ান ক্লিয়ার (Cyan Claire)

_ওয়েবসাইট:

https://tutsplus.com/

_ব্লগিং শুরু করেছিনেলঃ ২০০৮ সালে

_গ্লোবাল আলেক্সা রাঙ্কঃ ১,৭৩৪তম

_আনুমানিক ভিজিটর/মাসঃ ১৮.৫ মিলিয়ন

_প্রতি মাসে আয়ঃ $175,000(প্রায়)