দাঙ্গার আগের সেই বক্তব্য নিয়ে যা বললেন ট্রাম্প

Sylhetview24

সিলেটভিউ ডেস্ক :: মার্কিন পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিলে’ দাঙ্গার আগে নিজের দেওয়া বক্তব্যকে সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, সেই বক্তব্য পুরোপুরি ঠিক আছে।

সেই সঙ্গে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের যে প্রস্তাব আনতে যাচ্ছে ডেমোক্র্যাটরা, তা ‘হাস্যকর’ বলেও উড়িয়ে দেন তিনি।

আগামী ২০ জানুয়ারি তিনি ক্ষমতা থেকে সরে যাবেন, যখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন।
তবে প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের একটি প্রস্তাবে বুধবার ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন, “আমি মনে করি এটা (অভিশংসনের প্রস্তাব) আমাদের দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভের তৈরি করবে। আমি কোনও সহিংসতা চাই না।”

ক্যাপিটল হিলে দাঙ্গার পরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি মেক্সিকো সীমান্তে তোলা দেয়াল দেখার জন টেক্সাসে যাচ্ছিলেন। ওই দাঙ্গায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে আর ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। সূত্র: বিবিসি বাংলা

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-১