চুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেলবন্দর দিয়ে ভারত থেকে এল পেঁয়াজের বড় চালান। গতকাল দুপুরে আমদানি করা পেঁয়াজের বড় একটি চালান দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন বছরে দর্শনা দিয়ে এটিই পেঁয়াজের প্রথম বড় চালান।
বন্দর কর্তৃপক্ষ সূত্র জানা যায়, ভারত থেকে ৪২টি রেল ওয়াগনে আমদানি করা মোট ১ হাজার ৬০০ টন পেঁয়াজের মধ্যে ৩০ ওয়াগন পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় নেয়া হয়েছে। বাকি ১২ ওয়াগন পেঁয়াজ দর্শনা বন্দরেই খালাস করে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে। তিনজন আমদানিকারকের মাধ্যমে এ পেঁয়াজ দেশে এসেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, গত বছরের সেপ্টেম্বরের পর এ বছর এই প্রথম পেঁয়াজের বড় চালান ট্রেনযোগে দর্শনা বন্দরে প্রবেশ করল। চাহিদা মোতাবেক আমদানি করা আরো পেঁয়াজ পর্যায়ক্রমে আসবে বলেও জানান তিনি।