আসছালামুওলাইকুম।
আসা করি আপনি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি যদি WordPress web Developer হয়ে থাকেন বা শিখতে চাচ্ছেন তা হলে এই পোষ্টটা আপনার জন্য। কেন না বর্তমানে প্রিমিয়াম SEO দিয়ে আপনার ওয়েব সাইট ডেভলপ করেন, তা হলে আপনার সাইট খুভ সহজে সার্স ইঞ্জিনে ইন্ডেক্স করবে। আরো অনেক এক্সট্রা ফানশন যুক্ত থাকবে। যা আপনার দরকার।
আর সার্স ইঞ্জিনে ইন্ডেক্স না হলে তো বুঝতেই পারছেন, এত কষ্ট করে পোষ্ট করার কোন দাম থাকবে না।
যারা WordPress Developer তারা Yoas SEO এর নাম শোনেন নাই এরকম এক জনও খুজে পাওয়া যাবে না।
তার মানে Yoast SEO কত Popular একটি প্লাগিং। আর সেটা যদি হয় Premium। তা হলে তো কোন কথাই নেই। যে কারো এটি লাগবে।
এই প্লাগিং টার লাইসেন্স একটিভ করা আছে। আপনি শুধু ডাউনলোড করবেন এবং আরামচে ব্যবহার করবেন। Yoas SEO ফ্রী এবং প্রিমিয়ামের মধ্যে সব পার্থক্য রয়েছে তা নিচের লিংক থেকে দেখতে পারবেন।
Deference of Yoas SEO free Version and Premium Version
Link
ডাউনলোড লিংকঃ
https://www3.zippyshare.com/v/mCd7laxV/file.html
https://userscloud.com/2r7ew3e11rzj
https://www.dropbox.com/s/l0d48gwydf728o7/yoast-premium_12.3_n.zip?dl=0
ভালো লাগলে কমেন্ট করতে ভুল করবেন না। এপর্যন্ত সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।