জাভা প্রোগ্রামিং শিখতে চান? চলুন শুরু করি পর্ব -১ এবং ২ বাংলা

TechtunesBd

টেকটিউনস পরিবারের সকল সদস্যদের আসসালামুয়ালাইকুম

আশা করি সবাই ভাল আছেন।

অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটা টিউন নিয়ে।

আজকের টিউন এর বিষয় হল জাভা প্রোগ্রামিং।

সহজে জাভা প্রোগ্রামিং শেখার জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল  সিরিজ

নিয়ে আশাকরি সবার উপকারে আসবে।

আপনাদের সামান্য উপকার এ আসলে ও আমি নিজেকে ধন্য মনে করব।


জাভা প্রোগ্রামিং কি?

প্রোগ্রামিং এর মধ্যে জাভা একটা ল্যাংগুয়েজ। এবং জাভা একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। প্রোগ্রামিং এর পর্যায় এলে আমরা দূরে যাই , ভাবী প্রোগ্রামিং আমার জন্য নয়। যারা মেধাবি, গণিত ভাল জানে তাদের জন্য। মেধাবী আপনিও , আপনিও প্রোগ্রামিং করতে পারেন । এজকেই প্রোগ্রামিং এর খাতায় আপনার নাম লিখিয়ে নিন। প্রোগ্রামিং হল কম্পিউটার কে বলা যে কম্পিউটার আপনার জন্য কি করবে। আমারা সবাই অপারেটিং সিস্টেম ব্যবহার করি কেও উইন্ডোজ আবার কেও বা লিনাক্স আবার কেও ম্যাক। এই অপারেটিং সিস্টেম গুলো প্রোগ্রামিং দিয়ে তৈরি। উইন্ডোজ ডেভেলপ করা হয়েছে C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে । তবে বিলিয়ন ডিভাইস জাভা দিয়ে চলছে ।

যেমন আমারা অনেকে Android মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে জানি। সেই APP গুলো জাভা দিয়ে ডেভেলপ করা, আপনিও করতে পারেন । তবে প্রথমে আপনাকে বেসিক জাভা জানতে হবে। আমি বাংলায় পরগ্রাম্মিং তুলে ধরব আপনাদের সামনে এবং তা ভিডিও এর মাধমে। সুতরাং প্রোগ্রামিং আপনাদের কাছে সহজ হয়ে যাবে।


প্রোগ্রামিং নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তরঃ

১। আমি জাভা দিয়ে প্রোগ্রামিং শুরু করতে চাই আমার কি এর আগে অন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে;


উত্তরঃ

আপনাকে কোন ল্যাংগুয়েজ জানতে হবে নাহ, আপনি জাভা দিয়ে শুরু করুন । এবং আপনার কাছে আমি বাংলায় সহজ ভাবে উপস্থাপন করব।

২। আমাকে কি গণিত এ পারদর্শী হতে হবে?


উত্তরঃ

অবশ্যই নাহ! আপনাকে শুধু যোগ, বিয়োগ, গুণ ,ভাগ জানলেই হবে। তবে গেম ডেভেলপ করতে গেলে আপনাকে একটু গণিত জানতে হতে পারে তবে প্রথমের দিকে একে বারেই নাহ!


আমি বেসিক শেষ করে ২ টা দিকে আমার ভিডিও টিউটোরিয়াল বিভক্ত করব (১) Windows GUI APP (২) মোবাইল App Development.


এই পর্বে আমরা প্রোজেক্ট তৈরি করা এবং টেক্সট আউটপুট এবং কমেন্ট সম্পর্কে জানবঃ –


বিশেষ পর্ব (দ্বিতীয়) পর্বকে নিয়েঃ

আমার ভিডিও গুলো দেখে আপনাদের একটু ও ভাল লেগে থাকলে টিউমেন্ট করে জানাবেন।

কোথাও কোন ভুল করে থাকলে অবশ্যই জানাবেন।

সবাই সুস্থ থাকবেন আর আমাকে  টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহিত করবেন

যেন আপনাদের আর ভাল ভাল  টিউটোরিয়াল উপহার দিতে পারি।

ভাল লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

ধন্যবাদ।