কুড়িগ্রামে মাকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

Bonikbarta

কুড়িগ্রামের রাজারহাটে ছেলের দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে কুড়িগ্রাম জেলা দায়রা জজ আব্দুল মান্নান আদেশ দেন। দণ্ডপ্রাপ্তের নাম মন্তাজুল আলম (৩৬) তিনি রাজারহাট উপজেলার উমরপান্থাবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের কয়েক বছরের পর প্রথম স্ত্রী মন্তাজুল আলমকে ছেড়ে চলে গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ২০২০ সালের ২০ মার্চ দুপুরে মন্তাজুল দ্বিতীয় বিয়ের জন্য তার মার কাছে এসে বলেন। কিন্তু মা মেহেরজান বেগম মিনু (৫৮) তাতে সম্মতি দেননি। এতে ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে মেহেরজান বেগমকে কুপিয়ে হত্যা করেন মন্তাজুল। ঘটনার পর স্থানীয়রা মন্তাজুলকে আটক করে পুলিশে দেয়। পরে মন্তাজুলের

বাবা বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় মন্তাজুলকে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্রাহাম লিংকন। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন লিগ্যাল এইড নিযুক্ত অ্যাডভোকেট এরশাদুল হক শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *