কিভাবে ইন্টারনেট এর গতি নির্নয় করা যায়

TechtunesBd

বর্তমানে বিশ্বগ্রামের জগতে যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেটি হল ইন্টারনেট । ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান , বিশ্লষেন , ভুলত্রুটি উদঘাটন ও সংশোধন করা যায় । আর এই সকল প্রক্রিয়া মূলত নির্ভর করে সংযোগকৃত ইন্টারনেটের ব্যান্ডউইডথ এর উপর ।

বর্তমানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডররা বিভিন্ন গতির সংযোগ দিয়ে থাকে , যার কারনে নেটওয়ার্কের ভিন্নতায় গতি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা দেখা দেয় ।


যেভাবে ইন্টারনেটের গতি নির্ণয় করবেন

অনলাইনে কিছু টুল বা সফটওয়্যার আছে যেগুলো আপনাকে রিয়েল টাইম ইন্টারনেট স্পিড চেক করে দেবে মূহুর্তের মধ্যে ।

তবে , সবগুলো টুলই যে সঠিক রেজাল্ট দিবে তা নয় । তবে কিছু বিশ্বস্ত সাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা স্পিড টেস্ট করে নিতে পারি । fast.com এটি একটি জনপ্রিয় সাইট এর ওয়েবসাইটে ঢুকে go অপশনে চাপ দিলেই আপনার স্পিড বল দেবে।

এছাড়াও কিছু ওয়েব সাইট : Testmy.net , ookla speed test ইত্যাদি । এছাড়া অনলাইন মাধ্যম ছাড়া আমরা বিভিন্ন অ্যান্ডড্রয়েড কিংবা উইন্ডোজ সাপোর্টেড সফটওয়্যার ইন্টারনেট হতে ডাউনলোড করে অতঃপর ইন্টারনেটের স্পিড টেস্ট করে নিতে পারি কিছু সফটওয়্যার যেমন internet speed meter , speed test ইত্যাদি ।