WordPress নামক অসাধারণ একটি CMS (Content Management System) এর কল্যাণে ওয়েবসাইট বানানো অনেক সহজ হয়ে গিয়েছে । সম্প্রতি একটি জরিপে বলা হয়েছে যে ইন্টারনেটের প্রায়
৩৩%
ওয়েবসাইট WordPress ব্যাবহার করে!
এই ৩৩ শতাংশের মধ্যে রয়েছে BBC America, Sony, MTV, Microsoft, Bata, Walt Disney, New York Times, Mozilla Blog, Mercedes এর মত বড় বড় ব্র্যান্ড/কোম্পানির ওয়েবসাইট । এমনকি সুইডেনের রাষ্ট্রীয় ওয়েবসাইট পর্যন্ত WordPress দিয়ে বানানো!
এই জনপ্রিয়তার কারণ হল খুব অল্প জ্ঞান নিয়েই ওয়ার্ডপ্রেসের সাহায্যে অত্যন্ত আধুনিক ও কার্যকরী এবং
যেকোন ধরণের
ওয়েবসাইট তৈরি করা যায় । ওয়ার্ডপ্রেস প্রায় ৬৮টি ভাষায় এভেইলেবল । ওয়ার্ডপ্রেসের প্লাগিন
Woocommerce
বর্তমানে সবচেয়ে জনপ্রিয়
eCommerce
অর্থাৎ অনলাইন দোকান solution.
তাছাড়া বিশাল বড় কমিউনিটি থাকার কারনে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার, আপডেট আসছে, সিকিউরিটি ইম্প্রুভ হচ্ছে ইত্যাদি ইত্যাদি ।
Themeforest
এর মত বিভিন্ন সাইটে লক্ষ লক্ষ Ready-made modern থিম পাওয়া যায় যেগুলো কিনে নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করে ফেলা যায় । আবার
Codecanyon
এর মত সাইটে লক্ষ লক্ষ Plugin রয়েছে যা ওয়েবসাইটে প্রচুর ফাংশনালিটি এড করতে পারে । অথবা, টাকা খরচ করতে না চাইলে Free থিম ও প্লাগিনেরও অভাব নেই!
ওয়ার্ডপ্রেস দিয়ে আপনিঃ
- eBay/Amazon/Alibabaর মত অনলাইন শপ.
- Mashable/TechCrunch এর মত ব্লগ.
- YouTube/Vimeo এর মত ভিডিও সাইট.
- Flickr এর মত ফটোগ্রাফি সাইট.
- YellowPage/Yelp এর মত ডিরেক্টরি সাইট.
- OLX/Bikroy এর মত Ads Listing Website.
- Udemy/Lynda এর মত টিউটোরিয়াল সাইট.
- Quoraর মত প্রশ্ন-উত্তর সাইট.
- Wikipediaর মত wiki সাইট.
বানাতে পারবেন ।
সোজা কথায়, কোনরকম প্রোগ্রামিং ভাষা না শিখেই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় যেকোন ধরণের ওয়েবসাইট বানাতে পারবেন ।
আরো পড়ুন: