ইচ্ছেমতো বাড়িয়ে নিন ফটোশপের ট্রায়াল টাইম

TechtunesBd

আশা করি সবাই ভালোই আছেন।

আজকে আপনাদের মধ্যে একটি টিউন শেয়ার করতে যাচ্ছি, যেটা হয়তোবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।

আমরা সাধারণত ক্রেক

সফটওয়্যার

ব্যবহার করি। অনেকেই আছি যারা সফটওয়্যার ইনস্টল দেয়ার পর ক্রেক-প্যাচ করতে পারি না। বিশেষ করে ফটোশপে এই সমস্যাটা বেশি হয়।

তাই, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ফটোশপের যেকোনো পেইড ভার্সন ট্রায়াল শেষ হবার পরও ব্যবহার করতে পারবেন! এক্ষেত্রে আপনার কোনো থার্ডপার্টি সফটওয়্যার বা

ক্রেক-প্যাচ

করতে হবে না।


  • তো মনোযোগ দিয়ে টিউনটি পড়ুন এবং নিজেই চেষ্টা করুন।

  • প্রথমে আপনার সার্চ মেনুতে ক্লিক করে Adobe Photoshop বের করে Open File Lcation বাটনে ক্লিক করুন।

photoshop tips


  • এরপর নতুন উইন্ডো এলে তাতে

    AMT

    ফোল্ডারটিতে যান.


    অথবা শুরু থেকে সরাররি এখানে চলে যেতে পারেন (

    C:\Program Files\Adobe\Adobe Photoshop CC

    )

photoshop tips and tricks


  • এরপর ফোল্ডারটি ওপেন করে নিচের দিকে দেখতে পারবেন Aplication XML ফাইল আছে।


    ফাইলটি নোটপেড দিয়ে ওপেন করুন।

photoshop tips bangla


  • এরপর ctl + F বাটন চেপে ফাইন্ড অপশনে গিয়ে লিখুন Trial

bangla photoshop tips techtunes


  • এরপর ট্রায়াল লিখা আসলে এর শেষের দিকের দুইটি সংখ্যা বদলে দিন।

    (যে কোনো সংখ্যাই দিতে পারেন)


photoshop bangla tutorial


  • সংখ্যা বদলে দেয়ার পর ফাইলটি সেভ করে দিন।

photoshop bangla tutorial

এরপর আপনার

ফটোশপ

চালু করুন।

দেখতে পাবেন আপনার নতুন করে ট্রায়াল চালু হয়েছে। এভাবে যখনি আপনার ট্রায়াল শেষ হবে তখনি আপনি আবার সেটি নতুন করে ট্রায়াল নিতে পারবেন।

টিউনটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তবে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ।