আপনার PC কে করুন সুপার ফাস্ট by only 26 MB

TechtunesBd

হ্যালো টিউনস পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।


PC কে যেভাবে সুপার ফাস্ট করবেনঃ

শেয়ার করছি আমার প্রিয় একটা সফট যা আপনার পিসি কে রাখবে রকেটের মত গতিশীল। আমরা অনেকেই পিসি স্লো সমস্যায় ভুগি তখন c cleaner আমদের শেষ ভরসা হয়ে দারায়। অনেকে windows setup করে থাকেন, আমার মত 😛

এখানে উল্লেখ্য যে, c cleaner কে খারপ বলছি না, কিন্তু উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ এর আপার ভার্সন গুলো তে খুব একটা ভালো কাজ করে বলে আমার মনে হয় না।

যাই হোক মুল কথায় ফিরে আসি,

এখন আমি মাত্র 26  মেগাবাইট এর একটা সফট দিব যা আপনার পিসি কে নিয়ে যাবে গরুর গাড়ী থেকে রকেট এর গতি তে । বিশ্বাস না হয় ১ বার ট্রাই  করেই দেখুন।


ডাউনলোড করুন

ডাউনলোড করতে

এখানে

ক্লিক করুন।

আর

Start Smart Cleaning Process

ক্লিক করে

Yes

করুন আর লক্ষ করুন কিছু পরিবর্তন দেখতে পান কি না আপনার শখের পিসি এর…

আপনি এছাড়াও আপনার পিসির Intensive Clean ও করতে পারবেন। আর এ জন্য আপনাকে Left Side থেকে

Intensive Computer Clean

এ ক্লিক করতে হবে এবং

Start Scan

এ ক্লিক করে Proceed To Cleaning Stage লিখা টা Visible হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। Proceed To Cleaning Stage লিখা টা Visible হলে আপনাকে

Proceed To Cleaning Stage

এ ক্লিক করতে হবে & এরপর

Select All

করে

Remove Slected Files

এ ক্লিক করতে হবে।

ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি পাবেন আগের থেকে Fast & Speedy পিসি।


N/B:

যারা বেশি পন্ডিত, এই পোস্ট তাদের জন্য নয়। দয়া করে তারা

১০০

হাত দূরে থাকুন।

আর, চাপাবাজি বেশি মনে হলে নিজ গুনে ক্ষমা করবেন।