অনলাইনে কাজ করে ইনকাম করুন ২০০০-৫০০০ টাকা || এফিলিয়েট মার্কেটিং

TechtunesBd

অনলাইন ইনকাম (১০০% অরিজিনাল)

***এফিলিয়েট মার্কেটিং***

——————————————————————————-

বর্তমানে আমরা সবাই চাই ছাত্রাবস্থায় কিছু পরিমান ইনকাম করতে। যাতে অন্তত নিজের পকেট খরচটা চালানো যায়। এজন্য অনেকেই টিউশনিও করেন, পার্টটাইম জব করেন। অনেকে আবার ফ্রীল্যান্সিং করে থাকেন। আজকে আমাদের আলোচ্য বিষয় মূলত এই ফ্রী ল্যান্সিং!

ফ্রী ল্যান্সিং মানেই upwork.com  freelancer.com  এ ওয়েব ডেভেলপমেন্ট (Web Development)  কিংবা এসইও(SEO) এর কাজ না। এই ফ্রীল্যান্সিং বিভিন্ন রকম হতে পারে। CPA Marketing , Affiliate Marketing, Twitter Marketing, Email marketing, Content Writing  সহ আরো অসংখ্য কাজের সমন্বয়ে ফ্রীল্যান্সিং দুনিয়া গঠিত।

কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই সল্প কাজে আপনি ফ্রীল্যান্সিং করে অর্থ উপার্জন করতে পারবেন।

আজকে একটি মানি-এক্সচেঞ্জ সাইটের এফিলিয়েট প্রোগ্রাম শেয়ার করব।  এই মার্কেটপ্লেসে আপনার কাজ করতে হয় না বললেই চলে। খুবই স্বল্প কাজে আপনি মোটোমুটি ভালো মানের ইনকাম করতে পারবেন। Students দের জন্য এটা বেস্ট সাইট। কারন এখনে আপনাকে রেগুলার কাজ করতে হবে না।  ফলে আপনার পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটবে না।


স্টেপ ১

:-    রেজিস্ট্রেশনের জন্য এই লিঙ্কে  ক্লিক করুন

https://bit.ly/2Sal20N






স্টেপ ২


:-

এরকম একটি ইন্টারফেস আসবে, এরপর

Affiliate progrm

এ ক্লিক করুন।






স্টেপ ৩


:-


Register

এ ক্লিক করুন।




স্টেপ ৪


:-

স্ক্রল ডাউন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। উপরোক্ত তথ্যগুলো প্রদান করে চিত্রের ন্যায় সবগুলো বক্সে টি দিন।


উল্লেখ্যঃ সেকন্ড লাস্ট বক্সে টিক দিবেন না!!

ব্যাস! আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট!





মার্ক করা অংশে আপনার এফিলিয়েট লিঙ্ক দেখতে পাবেন।

আপনার কাজ হবে এই লিংকটি বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা। যখনি কেউ এই লিঙ্কে ক্লিক করে একাউন্ট ক্রিয়েট করবে, তার জন্য আপনি এফিলিয়েট পয়েন্ট পাবেন।


টিপ্সঃ

বেটার ইনকামের জন্য ইউরোপ ভিত্তিক প্লাটফর্মে শেয়ার করবেন। ইউরোপের কেউ একাউন্ট ক্রিয়েট করলে আপনি 0.65$ পর্যন্ত পেতে পারেন। শুধু বাংলাদেশি ভিসিটর আনলে বোনাস কম পাওয়া যায়।


পেমেন্ট সিস্টেমঃ



Web money, Perfect Money, Bitcoin, Payeer


দিয়ে পেমেন্ট নিতে পারবেন। এগুলো দিয়ে বাংলাদেশ থেকে withdraw করতে পারবেন।

এই সাইটের সবচেয়ে বড় সুবিধাটি হলো, এই সাইটে রেগুলার কাজ করার প্রয়োজন নেই। শুধু লিংক শেয়ার করলেই হবে। বাকি কাজ অটোমেটিক হবে।

এরচেয়ে সহজ কাজ আর হতে পারে না। তাই যারা ফ্রী ল্যান্সিং করতে আগ্রহী কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, তারাও এখানে কাজ করতে পারবে… তাই দেরি না করে শুরু হয়ে যান…