৫১তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি ‘বাংলাদেশ’

Bonikbarta

ভারতের গোয়ায় ১৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবে এবার কান্ট্রি ইন ফোকাস
হিসেবে প্রথমবারের মতো বেছে নেয়া হয়েছে বাংলাদেশকে। ১০ জানুয়ারি রাতে ভারতের তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে কথা জানানো হয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর সাইট ঘুরে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, কান্ট্রি ইন ফোকাস
হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ সেগমেন্ট, যেখানে একটি দেশের সিনেমাটিক উত্কর্ষ অবদানকে সম্মান জানানো হয়। ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চারটি ছবি প্রদর্শিত হবে। ছবিগুলো হলো

জীবনঢুলী: ২০১৪ সালে নির্মাতা তানভীর মোকাম্মেল ছবিটি নির্মাণ করেন। ছবিতে মুক্তিযুদ্ধের সময় একজন ঢুলী তার পরিবারের জীবন সংগ্রামের কাহিনী ফুটে উঠেছে।

মেঘমল্লার: নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ছবিটিও মুক্তিযুদ্ধভিত্তিক। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প রেইনকোট অবলম্বনে ২০১৪ সালে এটি নির্মাণ করা হয়।


আন্ডার কনস্ট্রাকশন: নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে এক আধুনিক মুসলিম নারীর গল্পকে ঘিরে।

ইতি, তোমারই ঢাকা: একটি অমনিবাস চলচ্চিত্র। ১১জন নির্মাতা মিলে ছবিটি নির্মাণ করেন।

এছাড়া আন্তর্জাতিক উৎসবে প্রথম বাংলাদেশী বিচারক হিসেবে থাকবেন নির্মাতা রুবাইয়াত হোসেন। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি মাস্টারক্লাসের আয়োজনও থাকবে, যেখানে নির্মাতা তানভীর মোকাম্মেল ভার্চুয়ালি কথা বলবেন শিল্প চলচ্চিত্র নির্মাণের নানা বিষয় নিয়ে। এছাড়া কথা বলবেন শেখর কাপুর, প্রিয়দর্শন, পেরি লাং সুভাষ ঘাই।

প্রতি বছর নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবার করোনা পরিস্থিতির কারণে উৎসবটি পিছিয়ে যায়। অবশেষে ১৬ জানুয়ারি হাইব্রিড ফরম্যাটে
উৎসবটি শুরু হতে যাচ্ছে। এটি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।