২য় পর্ব – ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খোলার নিয়মাবলি – ফাইবার বাংলা টিউটোরিয়াল

TechtunesBd

আসসালামু আলায়কুম, প্রিয় পাঠকগন, আমার ফাইবার বাংলা টিউটোরিয়াল কোর্সের ২য় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমি আপনাদের বুঝানোর চেস্টা করবো, ‘ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একাউন্ট খোলার নিয়মাবলি।’, আশাকরি মনোযোগ দিয়ের পড়বেন

আসসালামু আলায়কুম, প্রিয় পাঠকগন, আমার ফাইবার বাংলা টিউটোরিয়াল কোর্সের ২য় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমি আপনাদের বুঝানোর চেস্টা করবো, ‘ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একাউন্ট খোলার নিয়মাবলি।’, আশাকরি মনোযোগ দিয়ের পড়বেন।


যে ৮টি বিষয় মাথায় রেখে আপনি মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে হবে

মার্কেট প্লেসে একাউন্ট খোলা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। আপনি যদি ইউটিউবেই দেখেন, একেকজন একেক কথা বলবে।

আমি মূলত এ ধরনের সব ভিডিওই দেখেছি, সব পোস্টই পড়েছি এবং বিভিন্ন মার্কেট প্লেসের সাপোর্টেও এ নিয়ে প্রশ্ন গুলো করেছি।

আজকে আমার এই টিউটোরিয়াল এ নিয়ম গুলো বলবো, সেগুলো শতভাগ পরীক্ষিত এবং সকল মার্কেটপ্লেসের জন্যই প্রযোজ্য। তাই আপনাদের আর ঘাবড়াতে হবে না।

কেবল মাত্র এই ৮টি বিষয় মাথায় রেখে আপনি মার্কেট প্লেসে একাউন্ট খুললে, আপনাকে কখনোই কোন ঝামেলায় পড়তে হবে না। So, lets start😉

  1. 100% Original Information
  2. Formal Name
  3. Unique Username
  4. Strong passwords
  5. Payment Information
  6. Legal Documents
  7. Obeying TOS
  8. Recovery Methods

এখন আমি আপনাদের জন্য এই ১০টি বিষয় ব্যাখ্যা করবো, আপনি চাইলে puse দিয়ে খাতায় নোট করে নিতে পারেন।

(গবেষকরা বলেন, পড়া বা শোনার চেয়ে, কোনো জিনিস লিখে রাখলে সেটা বেশি মনে থাকে।)


1. 100% Original Information

আপনার প্রোফাইলে আপনাকে অবশ্যই ১০০% অরিজিনাল তথ্য দিতে হবে। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে, শিক্ষাগত যোগ্যতা সহ সব কিছু অরিজিনাল হতে হবে। সব কিছু যেন আপনার ডকুমেন্টস এর সাথে মিল থাকে।

প্রোফাইল পিকচারের ক্ষেত্রে সব সময় recent ছবি দেবার চেস্টা করবেন। ঘন ঘন প্রোফাইল পিকচার চেন্জ করা থেকে বিরত থাকুন। প্রোফাইল পিকচার অবশ্যই সুন্দর, স্মার্ট এবং ফর্মাল হতে হবে। আমরা দোকানে যেরকম ছবি তুলি সেরকম না।


2. Formal Name

Formal Name হলো, আপনার জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্রে যে নামটা দেওয়া আছে সেটা। হুবহু আপনার NID card এর নামটা দেবার চেস্টা করবেন। NID না থাকলে Birth Certificate এর নাম দিবেন।


3. Unique Username

একজন ফ্রিল্যান্সার এর জন্য ইউজার নেইম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর মাধ্যমেই আপনাকে সবাই চিনবে। ফাইবারের মতো মার্কেট প্লেসে ইউজার নেম চেন্জ করার উপায় নেই। So, username টা অবশ্যই পারমানেন্ট।

Username তৈরির ক্ষেত্রে যে সব বিষয় গুলো মাথায় রাখতো হবে:

  1. Must be Unique.
  2. It must be easy to remember.
  3. Should represent your work, skill, or profession.
  4. Must be SEO friendly and low competitive.
  5. Must be within the character limit.

এগুলো নিয়ে আমি পরবর্তী পর্বে আরো আলোচনা করবো। আপনার সফলতার জন্য username নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যেটা আমরা সবাই মিস করে যাই।


4. Strong passwords

মার্কেটপ্লেস কেন, অনলাইনে সব যায়গাতেই একটি শক্তিশালী পাসওয়ার্ড একটা গুরুত্ব পূর্ণ বিষয়। শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কিছু নিয়ম আছে। যেগুলো হলো:

  1. Must be Unique
  2. It must be hard to guess
  3. Must include an alphabetic character (A-z)
  4. Must include a numeric character (0-9)
  5. Should include special characters. (@,&, ,#)
  6. Must have both upper and lower case. (A-Z), (a-z)


5. Payment Information

সব থেকে জুরুরি বিষয় এটা, কিন্তু শুরু তে এই বিষয় টা আমি নিজেও ভুলে যাই। পরে বিপদে পরতে হয়। তাই এব্যাপারে সাবধান।

আপনার সব তথ্য কিন্তু আপনার পেমেন্ট ইনফরমেশন অনুসারে হতে হবে। যদি ভাবেন যে আপনি আপনার বাবার নামে পায়ওনিয়ার খুলে payment নিবেন, তাহলে batter হয় আপনার বাবার নামে সব কিছু করা। (ছোটদের জন্য)

আমরা বাবার নামে একাউন্ট করতে চাচ্ছি না। চাইলে নিজের নামেই ব্যাংক একাউন্ট খুলে নিতে পারি। ছোটরাও স্টুডেন্ট একাউন্ট খুলে নিতে পারো। আর দরকার হবে একটা international passport এর। যেহেতু ফ্রিল্যান্সিং করবো, এই সামান্য investment টা করতে আশা করি বাধবে না। So, একটা পাসপোর্ট মেনেজ করে নাও।

Passport অথবা Nid না থাকলে, অনেক ঝামেলা হতে পারে ভবিষ্যৎ এ, তাই আগেই করে নেওয়া ভালো।

এই পাসপোর্ট আর bank দিয়ে আমারা Payoneer একাউন্ট খুলে নিবো৷ যা সামনে আসছে।


6. Legal Documents

পাসপোর্ট এর কথা তো অনেক আগেই বলে দিয়েছি। আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য, হয় পাসপোর্ট, অথবা nid card, অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা লাগবেই। যে যত কথাই বলুক না কেন, বিপদে পরলে কেউ সাহায্য করবে না।


7. Obeying TOS


আপনারা যাই করেন না কেন, মার্কেটপ্লেস এর নীতি মালা আপনাকে মেনে চলতেই হবে।


এ নিয়ে কিছু বলবো না, কারন আমাদের একটা অভ্যাস আছে। বিপদে না পরলে আমরা শোধরাই না। তাই আমি বললেও আপনারা মানবেন না।


তবুও লিংক দিয়ে দিলাম, চাইলে পড়ে আসতে পারেন।


Link:


https://www.fiverr.com/terms_of_service


8. Recovery Methods

আপনার রিকভারি মেইল, আর সিকিউরিটি কোর্সেন সবসময় কোথাও লিখে রাখবেন। পাসওয়ার্ড ভুলেগেলে এগুলো ছাড়া গতি নাই।

সো আপাতত এ পর্যন্তই, ভালো লাগলে আমার YouTube Channel টি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আমরা দেখবো কিভাবে ফাইবারের জন্য username বাছাই করবো। দেরি না করে এখনই দেখে নিন।

আমার সকল পর্বের একটি তালিকা নিচে দেওয়া হলো। সকল পর্বের তালিকা:



ফাইবার বাংলা টিউটোরিয়াল



এই পেজটা বুকমার্ক করে রাখুন। এখানে সকল পর্বের লিংক আপডেট করা হবে।


  • ১ম পর্ব – ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং কেন করবো?

  • ২য় পর্ব – ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খোলার নিয়মাবলি।

  • পর্ব ২.১ – ফাইবারের জন্য ইউজার নেই নির্ধারণের ৫টি ধাপ!

  • পর্ব ২.২ – শক্তিশালী পাসওয়ার্ড তৈরির ৬টি ধাপ!

  • ৩য় পর্ব – একটা PC থেকে কয়টা Fiverr account খোলা যায়?

  • ৪র্থ পর্ব – ফাইবারে একাউন্ট খোলা।

  • ৫ম পর্ব – প্রোফাইল তৈরির আগে যা যা জানা দরকার সকল ফ্রিল্যান্সারের!

  • ৬ষ্ঠ পর্ব – ফাইবার প্রোফাইল সেটাপ step by step.

  • ৭ম পর্ব – ফাইবারে যে কাজ গুলো সহজে পাওয়া যায়।

  • ৮ম পর্ব – কেবলমাত্র ২ মিনিটের কপি-পেস্ট এর কাজ করে কামান ৫$ !

  • ৯ম পর্ব – কিভাবে গিগ খুললে বেশি কাজ পাওয়া যায়।

  • ১০ম পর্ব – ফাইবারে গিগ খোলা step by step

  • পর্ব ১১ – English না জেনেও নির্ভুল English লিখুন।

  • পর্ব ১২ – যেকোনো লেখা কপি করুন, কপিরাইট এড়িয়ে।

  • পর্ব ১৩ – ফাইবার গিগের জন্য প্রোটফোলিও ছবি তৈরি করুন।

  • পর্ব ১৪ – Canva দিয়ে ১০ মিনিটেই tumble ডিজাইন করুন।

  • পর্ব ১৫ – ফাইবার গিগের জন্য, গিগ ভিডিও কেন জরুরি? (যা সবাই skip করি)

  • পর্ব ১৬ – Explainer Video কী? কিভাবে একটি গিগ ভিডিও বানাবো?

  • পর্ব ১৭ – আউটসোর্সিং কী? কেন আউটসোর্সিং করবো?

  • পর্ব ১৮ – আপনার ভিডিও এর জন্য সুন্দর script লিখুন।

  • পর্ব ১৯ – কিভাবে ফাইবারে সব সময় active থাকবেন?

  • পর্ব ২০ – ক্লাইন্ট মেসেজ দিলে, কিভাবে কথোপকথন  চালাবেন।

  • পর্ব ২১ – কিভাবে আপনার গিগে দৈনিক ১০০০ অরিজিনাল ভিজিটর নিবেন? (SMM)

  • পর্ব ২২ – চলুন গুগল থেকে কাস্টমার নিয়ে আসি।

  • পর্ব ২৩ – ফাইবার গিগ প্রমোট করার সেরা ১০টি উপায়!

  • পর্ব ২৪ – টুইটার মার্কেটিং এবং Hashtag রিসার্চ

  • পর্ব ২৫- ফেইসবুক মার্কেটিং (step by step)

  • পর্ব ২৬ – ইউটিউব মার্কেটিং (সিক্রেট টিপস)

  • পর্ব ২৭ – LinkedIn কী? LinkedIn মার্কেটিং!

  • পর্ব ২৮ – বানিয়ে নিন নিজের প্রোটফলিও website!

  • পর্ব ২৯ – ফাইবার গিগ Ranking কিভাবে কাজ করে? (Fiverr Algorithm)

  • পর্ব ৩০ – ফাইবারে অর্ডার নাই? হার মেনে নিবেন?

  • পর্ব ৩১ – খুব সহজে নিয়েনিন Fiverr এ 5 star রিভিউ! (Free)

  • পর্ব ৩২ – কিভাবে ৫$ এর গিগ থেকে ২২৫$ কামাবেন?

  • পর্ব ৩৩ – আউটসোর্সিং করে কামান দিনে ১২৫$ !

  • পর্ব ৩৪ – কিভাবে level 2 এর সেলার হবেন?

  • পর্ব ৩৫ – নিজেই নক দিন বায়ার কে! কিভাবে? Buyer Request

  • পর্ব ৩৬ – ব্লাক হ্যাট মেথডে প্রচুর পরিমাণে অর্ডার নিন।

  • পর্ব ৩৭ – আপনার প্রতিদ্বন্দ্বীদের গিগ এর rank ডাউন করে দিন।

  • পর্ব ৩৮ – তাবিজ বিক্রি করে ইনকমা শুরু করুন।

  • পর্ব ৩৯ – Skill ছাড়া তো অনেক ইনকাম করলেন, এবার ওয়েব ডেভেলপমেন্ট  শিখে নিন।

  • পর্ব ৪০ – পেমেন্ট কিভাবে তুলবো?

  • পর্ব ৪১ – পায়ওনিয়ার একাউন্ট খুলুন।

  • পর্ব ৪২ – পায়ওনিয়ার একাউন্ট ভেরিফাই করুন।

  • পর্ব ৪৩ – Fiverr এর সাথে Payoneer একাউন্ট কিভাবে add করবেন?

  • পর্ব ৪৪ – কিভাবে Fiverr থেকে withdrew দিবেন?

  • পর্ব


    ৪৫ – যে ভুল গুলা Expertরাও করে থাকে!

  • পর্ব ৪৬ – ফাইবার একাউন্ট সাসপেন্ড হয়ে গেলে কী করবেন?

  • পর্ব ৪৭ – কিভাবে buyer এর সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন? কেনই বা করবেন?

  • পর্ব ৪৮ – বায়ারকে যেভাবে পজিটিভ রিভিউ দিতে অনুরোধ করবেন।

  • পর্ব ৪৯ – বায়ারকে 5 star Review দিতে বাধ্য করুন। (Social Engineering)

  • পর্ব ৫০ – কিভাবে negative review রিমুভ করবেন।(হোয়াইট হ্যাট)

  • পর্ব ৫১ – কিভাবে negative review রিমুভ করবেন।(ব্লাক হ্যাট)

  • পর্ব ৫২ – কিভাবে টপ লেভেল সেলার হবেন?

  • পর্ব ৫৩ – Fiverr pro কী? কেন apply করবো না?

Youtube Video:

২য় পর্ব – ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খোলার নিয়মাবলি – ফাইবার বাংলা টিউটোরিয়াল

Follow my page on Facebook: https://www.facebook.com/TechSajidOfficial

Follow me on Twitter: https://twitter.com/TechSajid2

Follow me on Instagram: https://www.instagram.com/techsajid1/

Read my blog: http://techsajidofficial.blogspot.com/