রূপনগর খালপাড়ে সাইকেল লেন হবে : মেয়র আতিক

Jagonews24

রাজধানীর রূপনগর খালের পাড়ে সাইকেল লেন তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, খালের পাড়ে প্রাথমিকভাবে গাছ লাগানো হবে। এরপর সাইকেল লেন তৈরি করা হবে। এই খালের সঙ্গে তুরাগ নদীর সংযোগ করা হবে।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ডিএনসিসির সংশ্লিষ্টদের নিয়ে রূপনগর খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এই খালে গৃহস্থালি ও কল-কারখানার বর্জ্যের স্তূপ ছিল। ফলে খালটিতে পানিপ্রবাহ ছিল না। বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হতো। সেগুলো অপসারণ করা হয়েছে। এখন খালের পাড়ে সৌন্দর্যবর্ধনে প্রকল্প নেয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ফুটপাত এবং খালের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। রূপনগর খালের ওপর যে সব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো শিগগির গুঁড়িয়ে দেয়া হবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদের উচ্ছেদে ডিএনসিসি পিছু হটবে না।

এমএমএ/এসজে/এমকেএইচ