রাজা কাশেফের কণ্ঠে বাংলা গান

Bonikbarta

পশ্চিম লন্ডনে জন্ম বেড়ে ওঠা। হিন্দি উর্দু গানের পাশাপাশি বেশ বছর ধরে কাজ করছেন বাংলা সংগীত নিয়ে। সংগীত পরিচালনায় সুনাম কুড়িয়েছেন দেশবিদেশে। প্লেব্যাক করেছেন একাধিক হিন্দি ছবিতে। গেয়েছেন উর্দু গানও। বাংলা সংগীত নিয়ে কাজ করলেও এর আগে গাওয়া হয়নি কোনো বাংলা গান। কথা হচ্ছে গীতিকার, সুরকার সংগীত পরিচালক রাজা কাশেফের। 
সংগীতপ্রেমীদের কাছে এক পরিচিত নাম। প্রথমবারের মতো তিনি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। গানের নাম অনুভব আর এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রুবাইয়াত জাহান। কবির বকুলের কথায় রাজা কাশেফের সুর সংগীতায়োজনে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ১৪ জানুয়ারি প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে গানটির ভিডিও।

বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত রাজা কাশেফ জানান, সংগীতই আমার বেঁচে থাকার স্পন্দন। বাংলা গানের প্রতি আমার অন্য রকম এক দুর্বলতা প্রেম কাজ করে সবসময়। সেই টানেই অবশেষে গাইলাম বাংলা গান। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

২০১৯ সালের শেষের দিকে রাজা কাশেফ রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফর এভার
অ্যালবামের সংগীতায়োজন করেন। উপমহাদেশের কিংবদন্তি আশা ভোঁসলেসহ সেই অ্যালবামে আরো গেয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হরিহরণ, আদনান সামী, রাহাত ফতেহ আলী খান রুনা লায়লা নিজে। অ্যালবামটির মোড়ক উন্মোচিত হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসে। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন প্রখ্যাত গজলশিল্পী অনুপ জালোটা। এছাড়া রুনা লায়লার জন্মদিনে বিশেষ চারটি গানের সংগীতায়োজনও করেছেন তিনি। তার সংগীতায়োজনে গেয়েছেন উপমহাদেশের জনপ্রিয় সব শিল্পীরা।

অনুভব
গানটি ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *