রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে, নিহত ৩

Bonikbarta

রাঙ্গামাটিখাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে রাঙ্গামাটিখাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক মো. আরাফাত (৩৫), ট্রাকের
সহকারী (হেলপার) মো. বাচ্চু (২৩) পাথরের গাড়ির চালানদার জহিরুল ইসলাম (৫০) তারা তিনজনই চট্টগ্রামের মাঝির ঘাট এলাকা থেকে পাথর নিয়ে রাঙ্গামাটির নানিয়ারচরে যাচ্ছিলেন।

এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় রাঙ্গামাটিখাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সকাল থেকেই রাঙ্গামাটি থেকে খাগড়াছড়িগামী যানচলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গামাটি সড়ক জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন জানান, বেইলি সেতুটি ১৯৯২ সালে নির্মাণ করা হয়েছিল। ট্রাকটিতে অতিরিক্ত পাথরবোঝাইয়ের কারণে সেতুটি ভেঙে গেছে। ৬৪ মিটার দৈর্ঘ্যের সেতুটি মেরামত করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয়ের উপপরিচালক রতন কুমার নাথ জানান, পাথরবোঝাই একটি ট্রাক সেতু ভেঙে নিচে পড়ে যাওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করি। আমাদের ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন একজনের মরদেহ উদ্ধার করে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, পাথরবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির মানিকছড়ি কুতুকছড়ি হয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনায় নিহত তিনজনের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *