রবি নতুন সিমের অফার

TechtunesBd


রবি-নতুন-সিমের-অফার!

: রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশের শীর্ষ স্থানীয় এক মোবাইল নেটওয়ার্ক অপারেটর। যারা দিনের দিনের পর দিন গ্রাহকের সংখ্যা বিশাল করে তুলছে। তার কারন হল তাদের নিত্য নতুন আকর্ষণীয় অফার যার বেশিরভাগ পেয়ে থাকে রবির নতুন সিমের ক্রয় করার মাধ্যমে। আজকে আমরা রবি নতুন সিমের অফার সমুহে বিস্তারিত আলোচনা করবো।


রবি নতুন সিমের অফার

রবি-নতুন-সিমের-অফার! :  রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশের শীর্ষ স্থানীয় এক মোবাইল নেটওয়ার্ক অপারেটর। যারা দিনের দিনের পর দিন গ্রাহকের সংখ্যা বিশাল করে তুলছে। তার কারন হল তাদের নিত্য নতুন আকর্ষণীয় অফার যার বেশিরভাগ পেয়ে থাকে রবির নতুন সিমের ক্রয় করার মাধ্যমে। আজকে আমরা রবি নতুন সিমের অফার সমুহে বিস্তারিত আলোচনা করবো।



রবির নতুন সংযোগ ক্রয় করতে পারবেন বিভিন্ন উপায়ে। তবে সব থেকে বেশি নির্ভরযোগ্য ভাবে ক্রয় করতে পারেন রবি অনুমোদিত সেন্টার গুলো থেকে।


রবির নতুন সিম পাচ্ছেন মুলত ২ প্রকারের।

১.রবি নতুন প্রি পেইড সংযোগ

২.রবি নতুন পোস্টপেইড সংযোগ

আজকে আমরা এই দুই নতুন সংযোগের নতুন সব অফার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি সাথে থাকবেন।



রবি নতুন প্রি পেইড সংযোগ

বাংলাদেশ সরকারের নতুন নীতিমালা অনুসারে নতুন সিম ক্রয় করতে যা প্রয়োজন সেই সব উপাত্ত ছাড়া  রবি আপনাকে নতুন সিম ক্রয় করতে দিবে না।তাই রবির নতুন সংযোগ পেতে হলে আপনাকে অবশ্যই সব নিয়ম মেনে সব ধরনের উপাত্ত নিয়ে কিনতে হবে আর পেয়ে যাচ্ছেন আপনার রবির নতুন প্রি পেইড সংযোগ। আর আমরা এখন দেখবো রবি নতুন প্রি পেইড সংযোগে কি কি অফার রয়েছে

নতুন রবি সিমে প্রথমবার ৪২ ও ৯৬ টাকা ইজিলোড রিচার্জের পর ৯ টাকা ইজিলোড রিচার্জ করে আপনি ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন।



৪২ টাকা রবি রিচার্জ অফার


৪২ টাকা প্রথমবার রিচার্জ করলে গ্রাহক নিচের সুবিধাদি উপভোগ করবেন:

  • মেইন একাউন্ট -এ ৩৪ টাকা
  • ২ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন
  • যেকোনো নম্বরে ৮ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন
  • যেকোনো নম্বরে ৪৮ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন

রবি নতুন সিমের অফারে রয়েছে আকর্ষণীয় ইন্টারনেট এবং বান্ডিল সুবিধা সমূহ

অফারের বিস্তারিতঃ

  • নতুন রবি সিম ইন্টারনেট অফার –
  • ১২ মাসে আরও ১২ জিবি পাচ্ছেন
  • ৭ দিনের জন্য বৈধ ১ জিবি
  • প্রতি ১ মাসে সর্বোচ্চ ১ বার ব্যাবহার করা যাবে।


নতুন সিমের Extra ইন্টারনেট অফার

  • ২ জিবি ইন্টারনেট
  • ১ জিবি রেগুলার প্যাক + ১ জিবি 4G প্যাক
  • ৫ দিনের মেয়াদ সহ
  • কেবল ৪১ টাকা রিচার্জে যে কোন সময়ে
  • 3 মাসের জন্য


রবি বিশেষ কল রেট অফার

⇒ ৪২ টাকা ও ৯৬ টাকা প্রথমবারের রিচার্জ গ্রাহকরা পাবেনঃ

  • ৪৮ পয়সা / মিনিট কল রেট যে কোন নেটওয়ার্কে – 30 দিনের জন্য
  • ডিফল্ট কল রেটঃ ফ্ল্যাট 23.33 পয়সা / 10 সেকেন্ড
  • ৫0 পয়সা /মিনিট রবি নতুন সিমের কল রেইট, ৩ মাসের জন্য পেতে ২৯ টাকা রিচার্জ করুন
  • দেশের যে কোন নেটওয়ার্কে রেট কাটারে ( ৫0 পয়সা /মিনিট ) দিনের যে কোন  সময় কথা বলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *