যেভাবে CMD(command prompt) ব্যাবহার করে আপনি খুব সহজেই কম্পিউটার থেকে ড্রাইভ লুকিয়ে রাখবেন

TechtunesBd

যেভাবে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার থেকে ড্রাইভ লুকিয়ে রাখবেন তা নিচের স্টেপ

গুলো অনুসরণ করলেই তা করতে পারবেন।



ড্রাইভ লুকিয়ে রাখার স্টেপঃ


১। সর্বপ্রথম আপনার কম্পিউটার এর cmd(command prompt) ওপেন করুন।

২। এরপর টাইপ করুন “diskpart”এবং ইন্টার চাপুন।

৩। পপ আপ এ “yes” এ ক্লিক করার পর দেখবেন cmd এর আরেকটি উইন্ডোজ ওপেন হবে।

৪। সেখানে কম্পিউটার এর সবগুলি ড্রাইভ দেখার জন্য টাইপ করুন “list volume” এবং ইন্টার চাপুন।

৫। তারপর যে ড্রাইভ আপনি লুকিয়ে রাখবেন সেই ড্রাইভ সিলেক্ট করার জন্য “select volume #(number of drive)” টাইপ করুন এবং ইন্টার চাপুন। যেমন যদি ২ নাম্বার ড্রাইভ লুকিয়ে রাখতে ছান তাহলে “select volume 2” টাইপ করতে হবে।

৬। এখন যে ড্রাইভ সিলেক্ট করেছেন ওইটা লুকিয়ে রাখার জন্য ওই ড্রাইভ এর লেটার রিমুভ করে দিন। সে জন্য এই command টাইপ করুন “remove letter #(drive letter)”। যেমন ওই ড্রাইভ এর লেটার “E”। এ জন্য আপনাকে টাইপ করতে হবে “remove letter E”। তারপর আপনি দেখতে পারবেন ওই ড্রাইভ তা হারিয়ে গেসে। এভাবেই আপনি একটা ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন।

নিচের স্ক্রীনশট দেখলে সহজেই বুঝতে পারবেন।

how to hide drive from windows by cmd techtunes



লুকিয়ে রাখা ড্রাইভ বের করার স্টেপঃ


ড্রাইভ লুকিয়ে রাখার জন্য যেসব স্টেপ অনুসরণ করেছিলেন তার ১-৪ নাম্বার স্টেপ পর্যন্ত রিপিট করতে হবে।

১। সর্বপ্রথম আপনার কম্পিউটার এর cmd(command prompt) ওপেন করুন।

২। এরপর টাইপ করুন “diskpart”এবং ইন্টার চাপুন।

৩। পপ আপ এ “yes” এ ক্লিক করার পর দেখবেন cmd এর আরেকটি উইন্ডোজ ওপেন হবে।

৪। সেখানে কম্পিউটার এর সবগুলি ড্রাইভ দেখার জন্য টাইপ করুন “list volume” এবং ইন্টার চাপুন।

৫। তারপর যে ড্রাইভ আপনি বের করবেন সেই ড্রাইভ সিলেক্ট করার জন্য “select volume #(number of drive)” টাইপ করুন এবং ইন্টার চাপুন। যেমন যদি ২ নাম্বার ড্রাইভ লুকিয়ে রেখেছিলেন টা এখন বের করতে চান তাহলে “select volume 2” টাইপ করতে হবে।

৬। এখন যে ড্রাইভ সিলেক্ট করেছেন ওইটা বের করার জন্য ওই ড্রাইভ এর লেটার এসাইন করে দিন। সে জন্য এই command টাইপ করুন “assign letter #(drive letter)”। যেমন ওই ড্রাইভ এর লেটার “E”। এ জন্য আপনাকে টাইপ করতে হবে “assign letter E”। তারপর আপনি দেখতে পারবেন ওই ড্রাইভ বের হয়ে এসেছে। এভাবেই আপনি একটা লুকিয়ে রাখা ড্রাইভ বের করতে পারেন।

নিচের স্ক্রীনশট দেখলে সহজেই বুঝতে পারবেন।

how to assign hidden drive from windows techtunes

আপনি দরকার হলে নিচের ইউটিউব ভিডিও দেখতে পারেন।

কোন সমস্যা হলে কমেন্ট করুন। পোস্ট টি ভাল লাগলে শেয়ার করতে পারেন।

ধন্যবাদ ।

টেকটিউনস

এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *