মোবাইলে প্রফেশনাল ভিডিও‌ এডিটিং এর জন্য সেরা ৩টি সফটওয়্যার!

TechtunesBd

Professional Video Editing

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর সেরা ৩টি এপ্লিকেশন সমূহ:-

ভিডিও এডিটিং:

————

বর্তমানে মোবাইলে ভিডিও এডিটিং‌ এর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো KINEMASTER। এই সফটওয়্যারটিতে আপনারা সব ধরনের প্রফেশনাল এডিটিং টুলস পেয়ে যাবেন। এবং এই সফটওয়্যারটির ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি হওয়ায় খুব দ্রুতই আপনার এডিটিং স্কিল নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন।

অডিও এডিটিং:

————-

মোবাইলেও প্রফেশনাল মানের অডিও এডিটিং করা সম্ভব LEXIS AUDIO EDITOR এই সফটওয়্যারটির সাহায্যে। তবে এইক্ষেত্রে মোটামুটি একটি ভাল মানের মাইক্রোফোন অথবা হেডফোন খুবই দরকার। সফটওয়্যারটিতে অডিও এডিটিং সম্পর্কিত প্রচুর টুলস পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা ভালো মানের অডিও আউটপুট পেয়ে যাবেন।

কালার গ্ৰেডিং

————-

যদি আপনারা ইনস্ট্যান্ট কালার গ্ৰেডিং করতে চান কোনো টুলস ব্যবহার না করে এক্ষেত্রে 3D LUT সফটওয়্যারটি বেষ্ট হবে। সফটওয়্যারটিতে আপনারা বিভিন্ন প্রিসেট/লাট  পেয়ে যাবেন যেগুলো শুধু মাত্র একটি ক্লিকের মাধ্যমে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও VSCO সফটওয়্যারটির সাহায্যে আপনারা বিভিন্ন টুলস ব্যবহার করে প্রফেশনাল কালার কোডিং করতে পারবেন।

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *